কলকাতা: নাম ঘোষণা হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির টিজার (Teaser Out)। আগামী বছর এক নয়া রূপে দেখা যেতে চলেছে অভিনেতা অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)। মহালয়ার পুণ্য লগ্নে, ভোরবেলাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'মির্জা' (Mirza) ছবির টিজার শেয়ার করলেন অভিনেতা। আদ্যন্ত অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি তা টিজারেই স্পষ্ট। 


প্রকাশ্যে 'মির্জা' ছবির নতুন টিজার


সুমিত ও সাহিল পরিচালিত 'মির্জা' আসছে ২০২৪ সালে। অঙ্কুশ হাজরার নিজের প্রযোজনা সংস্থা থেকে তৈরি এই ছবির নাম ঘোষণা হয়েছিল অনেকদিন আগেই। এবার প্রকাশ্যে এল ছবির টিজার। 


আগেই ঘোষণা করেছিলেন অঙ্কুশ। মহালয়ার দিন সকাল সকাল সুসংবাদ দেবেন অনুরাগীদের। সেই কথা মতোই, ১৪ অক্টোবর, ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাঁর বহু প্রতীক্ষিত ছবির টিজার শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'নাম নয় ইজ্জত চাই। অপরাধের দুনিয়ায় নিজের নামের সম্মান আদায়ের জন্য তাকে লড়াই করতে দেখুন... ২০২৪ সালে তার সঙ্গে দেখা করার জন্য তৈরি থাকুন। আপনাদের সকলের শুভেচ্ছা প্রয়োজন। সকলকে ভালবাসা। শুভ মহালয়া।' টিজার পোস্ট হতেই প্রশংসা ও শুভেচ্ছার বন্যা। 


 






গুলির শব্দ, রক্তে মাখা চশমা, বোতল ও মাদক দ্রব্য দিয়ে শুরু টিজার। 'অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স' ও 'বিগ স্ক্রিন প্রোডাকশন' নিবেদিত এই ছবিতে দেখা যাবে একদল কচিকাঁচাকে। প্রত্যেকের চোখের আগুন। 'সে কোনও রাজা নয় কিন্তু সে শাসন করবে।' তার সঙ্গে দেখা করতেই তৈরি হতে হবে দর্শককে। 'মির্জা' ছবির নাম ভূমিকায় অবশ্যই অঙ্কুশ হাজরা। চোখে গাঢ় কাজল, অ্যাভিয়েটর ফ্রেমের চশমা, মুখভর্তি দাড়ি গোঁফ। এই লুকও আগেই দেখা গিয়েছিল। এবার তা আরও ভাল করে দেখা গেল টিজারে। চশমা দেখে এক ঝলক 'রইজ' ছবিতে শাহরুখ খানের লুকের কথা মনে পড়তে পারে। 


আরও পড়ুন: ABP Rising Summit 2023: মিউজিক কম্পোজার বললেই এখনও প্রশ্ন আসে, কোন ছবিতে কাজ করেছি: রিকি কেজ


চারিদিকে জ্বলছে আগুন, রক্তে ভরেছে চতুর্দিক, ঘিরে রয়েছে একগুচ্ছ কচিকাঁচার দল। তার মাঝে বসে 'মির্জা' অঙ্কুশ। ঝলক মিলল প্রবল কিছু অ্যাকশন দৃশ্যেরও। ভোরবেলা অঙ্কুশের নতুন ছবির টিজার দেখে শুভেচ্ছাবার্তা ফ্যানেদের। এক অনুরাগী লেখেন, 'দাদা কী করেছ, জাস্ট ফাটিয়ে দিয়েছ। দুর্দান্ত লাগছে। সত্যিই তুমি একজন ভাল অভিনেতা আর তুমি টলিউডের ভালর জন্য ভাব।' অপর একজন লেখেন, 'সেরা আপকামিং মুভি মির্জা'। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। 


এই ছবির মুক্তির কথা ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের ইদে। তবে সেই তারিখ পিছিয়ে এবার ঘোষণা করা হল আগামী বছর মুক্তি হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial