কলকাতা: অবশেষে ছুটি, একটু স্বস্তির নিঃশ্বাস। একের পর এক ছবি আর ওয়েব সিরিজের শ্যুটিং শেষে ছুটি কাটাতে গেলেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ও অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আজ সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। ক্যাপশানে লিখেছেন, 'পর পর ৪টে ছবি আর একটা ওয়েব সিরিজের শ্যুটিংয়ের পরে, ১০০ দিনের টানা শিডিউল শেষে এবার ছুটির সময়। খুব খুব খুব জরুরি।'
দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন রিয়েল লাইফ এই জুটি। একের পর এক ছবির শ্যুটিং সারছিলেন তাঁরা। আর সেই সব ছবিরই কিছু অংশের শুটিং হয়েছে বিদেশে। ব্যস্ততা শেষে আপাতত ছুটির মুডে অঙ্কুশ-ঐন্দ্রিলা। তাঁদের শেয়ার করে নেওয়া ছবিতে চোখে মুখে দেখা গেল খুশির ঝলক। অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে খুব শীঘ্রই দেখা যাবে একসঙ্গে 'লভ ম্যারেজ' ছবিতে।
বিদেশে অঙ্কুশ-ঐন্দ্রিলার সঙ্গে সময় কাটিয়েছেন ওম সাহানি (Om Sahani) আর মিমি দত্তও (Mimi Dutta)। ছবির কাজে বিদেশে গিয়েছিলেন তাঁরাও। সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন বাংলা ছবির এবং ছোট পর্দার চার জনপ্রিয় তারকা অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, ওম সাহানি এবং মিমি দত্ত। 'জারা সা ঝুম লু ম্যায়' গানে নানা মজাদার অঙ্গভঙ্গীতে কোমর দুলিয়েছেন তাঁরা। চার তারকার কাণ্ডকারখানায় হতবাক নেট দুনিয়া। সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য় তারকারাও অবাক হওয়ার সঙ্গে সঙ্গে হেসে কূল পাচ্ছেন না। আসলে ভিডিওটিতে তাঁদের যা করতে দেখা যাচ্ছে, তা একেবারেই মজার ছলে। ভিডিও পোস্ট করে আমার ঐন্দ্রিলা সেন লিখেছেন, শেষ পর্যন্ত দেখার জন্য। সেই ভিডিওতে অন্য আর এক অভিনেত্রী মিমি দত্ত আবার কমেন্টে লিখেছেন, 'নতুন প্রেম কাহিনী প্রকাশ্যে এসেছে'। স্বাভাবিকভাবেই চার তারকার এই মজাদার ভিডিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। মুহূর্তে তা ভাইরালও হয়ে গিয়েছিল।