কলকাতা: বিশ্বরেকর্ড গড়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে পৌঁছেছে বাংলা। সেমিফাইনালে সামনে মধ্যপ্রদেশ। তবে শেষ চারের যুদ্ধেও মহম্মদ শামিকে (Mohammed Shami) পাবে না বঙ্গ শিবির। তাই দলের সঙ্গে থাকা পেসারদের ওপরই ভরসা রাখতে হচ্ছে কোচ অরুণ লাল (Arun Lal)-সৌরাশিস লাহিড়ীদের (Sourasish Lahiri)।


বেন স্টোকস-জো রুটদের বিরুদ্ধে অসমাপ্ত টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলতে ১২ জুন শামি রওনা হয়ে যাচ্ছেন ইংল্যান্ডে। তার আগে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তাই ১৪ জুন থেকে শুরু হতে চলা মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে ডানহাতি পেসারকে পাওয়ার কোনও সম্ভাবনাই নেই।


শনিবার ছুটি ছিল বাংলা ক্রিকেটারদের। ২৭ মে বেঙ্গালুরু পৌঁছেছিলেন বাংলার ক্রিকেটারেরা। ২৮ মে থেকে টানা ম্যাচ খেলে চলেছেন ক্রিকেটারেরা। ঝাড়খন্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন অভিমন্যু ঈশ্বরণেরা। টানা ক্রিকেটের ধকল কাটাতে তাই শনিবার বিশ্রামে ছিলেন ক্রিকেটারেরা। রঞ্জি ট্রফির নক আউট পর্বে জৈব সুরক্ষা বলয়ে বেশ কিছু শিথিলতা এসেছে। কিন্তু হোটেলের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। ক্রিকেটারেরা তাই হোটেলে নিজেদের মধ্য়ে আড্ডা মেরে সময় কাটালেন।


মধ্যপ্রদেশ ম্য়াচের আগে বাংলা শিবিরকে চিন্তায় রেখেছে একটি নাম। চন্দ্রকান্ত পণ্ডিত। মধ্যপ্রদেশের কোচ। যাঁর প্রশিক্ষণে পরপর দুবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে বিদর্ভের। বাংলা শিবির ধরেই নিয়েছে যে, শেষ চারের ম্যাচে পণ্ডিতের মগজাস্ত্রের বিরুদ্ধেও লড়তে হবে তাঁদের।


বেঙ্গালুরু থেকে বাংলার কোচ সৌরাশিস এবিপি লাইভকে বললেন, 'চন্দ্রকান্ত পণ্ডিত কোচ হিসাবে কেমন, তাঁর অভিজ্ঞতা, গেম রিডিং কতটা ধারাল, তা আমরা সকলেই জানি। ওঁকে যথেষ্ট সমীহ করছি আমরা। মধ্যপ্রদেশ সেমিফাইনালে উঠেছে মানে দেশের সেরা চার দলের একটি। তার ওপর চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে খেলছে। ওরা আমাদের এক ইঞ্চিও জমি ছাড়বে না। আমাদের লড়াই সহজ হবে না।'


তবু আত্মবিশ্বাসী সৌরাশিস। রবিবার থেকেই সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দিচ্ছে বাংলা দল। প্রাক্তন অফস্পিনার বলছেন, 'আমরা বিপক্ষ নিয়ে কাটাছেঁড়া অবশ্যই করব। প্লেয়ার ধরে ধরে ভিডিও বিশ্লেষণ করা হবে। তবে নিজেদের দক্ষতার ওপর জোর দিচ্ছি। ক্রিকেটারেরা নিজেদের সেরাটা দিতে পারলে ভাল পারফরম্যান্স হবে।' যোগ করলেন, 'উইকেট এখনও দেখিনি। তবে টিভিতে ম্যাচ দেখে কিছুটা ধারণা রয়েছে। ছেলেরা সকলেই ছন্দে রয়েছে। সেমিফাইনালে ভাল ম্যাচ হবে।'


আরও পড়ুন: শ্রীনাথের পরামর্শ মেনে বাউন্ডারি, এক ম্যাচে নায়ক হয়ে গিয়েছিলেন কানিতকর