কলকাতা: ২০১০ সালে মুক্তি পেয়েছিল 'কেল্লাফতে' (Kellafate)। অঙ্কুশ হাজরার (Ankush Hazra) প্রথম ছবি। আর সেই ছবিতে অভিনয় করেছিলেন রূপা দত্ত (Rupa Dutta)। এই অভিনেত্রী আজকাল ফের শিরোনামে জায়গা করে নিয়েছেন। কেন? কলকাতা বইমেলা থেকে চুরির অভিযোগে গত শনিবার প্রায় ৬৫ হাজার টাকা সমেত গ্রেফতার হন রূপা।
শনিবার থেকেই রূপা দত্তের কেরিয়ার নিয়ে কাঁটাছেঁড়া চলছে। তার মধ্যেই রূপার অন্যতম ছবি 'কেল্লাফতে'র নায়ক অঙ্কুশের সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল। 'কেল্লাফতে' ছবির একটি জনপ্রিয় গান 'আই অ্যাম ইন লভ'। অঙ্কুশ ও রূপাকে সেই গানে সমুদ্র সৈকতে প্রেমের বৃষ্টিতে ভিজতে দেখা যায়। সেই গানেরই একটি অংশ পোস্ট করে গোটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানালেন অভিনেতা। কী লিখলেন?
এদিন 'আই অ্যাম ইন লভ' গানটির একাংশ পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'এখনও আমার প্রথম ছবির কথা মনে আছে যখন আমার কাছে ওয়ালেট নিয়ে ঘোরার মতো অত বেশি টাকা ছিল না।' সঙ্গে হ্যাশট্যাগে লেখেন 'থ্যাঙ্ক গড'।
রূপা দত্তকে বইমেলার ডাস্টবিনে বেশ কিছু মানিব্যাগ ফেলতে দেখেই সন্দেহ করে সেখানে কর্তব্যরত পুলিশ। এরপর তাঁর থেকে উদ্ধার হয় ৬৫ হাজার টাকা। আর সেই দিকেই কটাক্ষ করে ক্যাপশন লেখেন অভিনেতা। তাতে অবশ্য মজা করতে ছাড়েননি অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলা সেন। তবে অভিনেতার পোস্ট এখন সাড়া ফেলেছে নেট মহলে।
আরও পড়ুন: The Kashmir Files: সবাই প্রশংসায় পঞ্চমুখ, অথচ 'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গে এ কী বললেন আমির খান!
প্রসঙ্গত, সোমবার অভিনেত্রীকে ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত। বিধাননগর মহকুমা আদালতে এদিন পুলিশ বলে, ‘পকেটমারি নিয়ে বহু অভিযোগ জমা পড়েছিল। সেই পকেটমারির সঙ্গে ধৃত অভিনেত্রী যুক্ত কিনা খতিয়ে দেখতে হবে।‘