তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: পর্দায় নায়ক, কিন্তু ক্যামেরা অফ হলেই, নায়িকা তাঁকে ডাকেন 'স্যার' বলে। কিন্তু তাঁর সঙ্গে এতটাই ভাল সম্পর্ক যে ক্যামেরার বাইরে জমে ওঠে গল্প। শট দিতে দেরি হয়ে যায়। আর তাই, 'শাস্তি' দিতে বাধ্য হন পরিচালক! কথা হচ্ছে জিৎ (Jeet) আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র। তাঁদের একসঙ্গে সদ্য দেখা গিয়েছে বুমেরাং (Boomerang) ছবিতে। কেমন ছিল সেই শ্যুটিংয়ের অভিজ্ঞতা? এবিপি লাইভকে সাক্ষাৎকার দিতে বসে, সেই গল্পই শোনালেন রুক্মিণী মৈত্র।


পর্দার বাইরে জিৎ-এর সঙ্গে কেমন সম্পর্ক? রুক্মিণী বলছেন, 'সুইজ়ারল্য়ান্ড ছবিটা করার সময় থেকেই জিৎ-স্যারের সঙ্গে ভীষণ ভাল সম্পর্ক আমার। এখনও পর্যন্ত সেটাই বজায় রয়েছে। ক্যামেরা অন হলে উনি যতটা সিরিয়াস, যতটা কাজ করেন আর ক্যামেরার বাইরে ততটাই সহজ-সরল সাবলীল। গল্প করতে ভীষণ ভালবাসেন। বুমেরাং-এর ফ্লোরেও জিৎ স্যার আর আমার ভীষণ গল্প হত। এতটাই যে শটে দেরি হয়ে যেত মাঝে মাঝে। তবে হ্যাঁ.. নির্মল আড্ডাই। কুটকাচালি, কে কি করছে-না করছে এই সমস্ত কথা আমাদের আলোচনার বিষয় হত না কখনও। নিখাদ সিনেমা বা অন্য়ান্য জিনিস নিয়ে গল্প করতাম। তবে সেটা প্রথমের দিকেই।'


তারপরে এমন কি হল? হাসতে হাসতে রুক্মিণীর উত্তর, 'প্রথম কয়েকটা দিনের পরে পরিচালক সৌভিক জিৎ স্যারের সামনে এসে হাতজোড় করে বলল, 'সরি স্যার আপনাকে আর রুক্মিণীকে আলাদাভাবে বসতে হবে। একসঙ্গে বসতে দিতে পারব না। সেই স্কুলের মতো আমাদের শ্যুটিং চলাকালীন আলাদা আলাদা বসিয়ে রেখেছিল পরিচালক'। 


শোনা যায়, জিৎ আর দেবের নাকি দ্বৈরথ রয়েছে। তাহলে কীভাবে তাঁদের এক ছবিতে আনার মতো ম্যাজিক করলেন রুক্মিণী? হাসতে হাসতে অভিনেত্রী বলছেন, 'এটা মানুষের ভাবনা। সমস্যা থাকলে আমি দুজনের সঙ্গে একসঙ্গে কীভাবে কাজ করি? আসলে এটা সমাজের সমস্যা। আমি যখন অভিনয়ে এসেছিলাম, আমায় বলা হত আমি মডেল। অভিনয় পারি না। দীর্ঘদিন এই কথাটা শুনেছি। বলিউডে অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন তো দুর্দান্ত অভিনেত্রী আর সফল মডেল। প্রথম প্রথম খুব খারাপ লাগত যখন বলা হত আমি নাকি অভিনয় পারি না। এখন মনে হয়, আমার হয়ে উত্তর দিক আমার কাজ। আমি কেবল চেষ্টা করতে পারি ভাল করে কাজ করার।'


আরও পড়ুন: Rukmini Maitra: মা মত দিলে তবেই সেই সিনেমা করতে রাজি হন রুক্মিণী, কী হয়েছিল 'বুমেরাং'-এর ক্ষেত্রে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।