মুম্বই : অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেলো সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' ছবির ট্রেলার। এই ছবিতে সলমন খান ছাড়াও অভিনয় করতে দেখা যাবে আয়ুষ শর্মাকে। যিনি কিনা আবার ভাইজানের ভগ্নিপতীও বটে। পরিচালক মহেশ মঞ্জরেকরের ছবি কেমন হতে চলেছে, তার একটা ঝলক পাওয়া গেল ছবির ট্রেলার দেখেই।
আরও পড়ুন - 67 National Awards: দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে উৎসর্গ করলেন সুপারস্টার রজনীকান্ত?
'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে অভিনেতা হিসেবে ছাড়াও প্রযোজক হিসেবেও দেখা যাবে সলমন খানকে। কয়েকদিন আগেই ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছিলেন ভাইজান। যেখানে আয়ুষ শর্মাকে আদর্শ অ্যাকশন হিরোর লুকে দেখতে পেয়েছিলেন তাঁর অনুরাগীরা। এবার ট্রেলার মুক্তি পেলো। যা দেখে ইতিমধ্যেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। এই ছবিতে সলমন খান, আয়ুষ শর্মা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রজ্ঞা জয়সওয়াল, মহিমা মাকওয়ানার মতো অভিনেতাদের। এছাড়াও ছবির একটি গানে বিশেষ চরিত্রে দেখা যাবে বরুণ ধবনকেও।
আরও পড়ুন - Taapsee Pannu: কোন ধরনের ছবির জন্য তিনি উপযুক্ত নন? জানাচ্ছেন তাপসী পান্নু
সলমন খান এবং আয়ুষ শর্মা দুজনেই নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' ছবির ট্রেলার পোস্ট করেছেন।
প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল জন আব্রাহামের আগামী ছবি 'সত্যমেব জয়তে টু'-এর সঙ্গে একইদিনে মুক্তি পেতে চলেছে সলমন খান, আয়ুষ শর্মা অভিনীত 'অন্তিম'। দুটি ছবিরই মুক্তির দিন জানা গিয়েছিল আগামী ২৬ নভেম্বর। কিন্তু সম্প্রতি জন আব্রাহাম তাঁর নতুন ছবির মুক্তির দিন একদিন এগিয়ে নিয়ে এসেছেন। তাঁর 'সত্যমেব জয়তে টু' মুক্তি পেতে চলেছে ভাইজানের 'অন্তিম' ছবির মুক্তির একদিন আগে। অর্থাত্ আগামী ২৫ নভেম্বর।
'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' ছবি ছাড়াও এই মুহূর্তে সলমন খানের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। ক্যাটরিনা কাইফের বিপরীতে তাঁকে দেখা যাবে 'টাইগার থ্রি'-তে। এছাড়াও আমির খানের 'লাল সিংহ চাড্ডা' এবং শাহরুখ খানের 'পাঠান' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে ভাইজানকে।