মুম্বই: মিটু আন্দোলন চলার সময় অসংখ্য মহিলা আসামীর কাঠগড়ায় তুলেছেন সুরকার অনু মালিককে। এঁদের মধ্যে রয়েছেন সোনা মহাপাত্র, শ্বেতা পণ্ডিত ও নেহা ভাসিনের মত নামজাদা গায়িকা। শোনা যাচ্ছিল, একাধিক যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত অনু টেলিভিশনে যে গানের রিয়্যালিটি শো-তে বিচারকের ভূমিকায় আছেন, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু খবর অস্বীকার করেছেন অনু নিজে। তাঁর দাবি, সরানো হয়নি, নিজেকে কলঙ্কমুক্ত করতে তিনি ৩ সপ্তাহের বিরতি নিয়েছেন।
যৌন হেনস্থা প্রকাশ্যে আনা সংক্রান্ত মিটু আন্দোলনের সময় গত বছর গায়িকা সোনা মহাপাত্র অনু মালিকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেন। ফলে অনুকে ওই রিয়্যালিটি শো ছাড়তে বাধ্য করা হয়। এ বছর ফের বিচারক পদে নিয়োগ করা হয় তাঁকে কিন্তু একই অভিযোগ করেন আরও দুই গায়িকা নেহা ভাসিন ও শ্বেতা পণ্ডিত।
অনু অবশ্য ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করে সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে, বারবার সোশ্যাল মিডিয়ায় এমন অভিযোগ ওঠায় তিনি মানসিকভাবে অন্ধকারে চলে গিয়েছেন, যন্ত্রণায় ভুগছেন। তাঁর বিরুদ্ধে টুইটারে প্রচার চলছে, একের পর এক মিথ্যে অভিযোগে তিনি ক্লান্ত। তবে ওই রিয়্যালিটি শো তিনি ছাড়েননি, ৩ সপ্তাহের ব্রেক নিয়েছেন, ফিরবেন কলঙ্কের কালি মুছে।
অনুর দাবি, সংশ্লিষ্ট টিভি চ্যানেল তাঁর পাশে রয়েছে, শো ছাড়তে বলেনি তারা। যৌন হেনস্থার অভিযোগ ওঠায় গত সেশনে তিনি শো ছেড়ে দেন কিন্তু এ বছর আবার তাঁকে তারা ডেকে নিয়েছে, কারণ তাঁর ওপর তাদের কোনও সন্দেহ নেই। কিন্তু এবারে তিনি চ্যানেল কর্তৃপক্ষকে বলেছেন, লোকে তাঁর নামে আবার যখন এই অভিযোগ করেছে তখন দাগ মুছেই তিনি ফিরবেন।
কিন্তু কীভাবে নিজেকে পরিষ্কার করবেন মিটু-র কলঙ্ক থেকে? অনু অবশ্য তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি।
রিয়্যালিটি শো ছাড়েননি, নিজেকে কলঙ্কমুক্ত করতে ৩ সপ্তাহের বিরতি নিয়েছেন, দাবি মিটু-তে অভিযুক্ত অনু মালিকের
ABP Ananda, Web Desk
Updated at:
22 Nov 2019 01:13 PM (IST)
যৌন হেনস্থা প্রকাশ্যে আনা সংক্রান্ত মিটু আন্দোলনের সময় গত বছর গায়িকা সোনা মহাপাত্র অনু মালিকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -