মুম্বই: নিউইয়র্কে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। বলিউডে তাঁর অভিষেক ঘিরে জল্পনার খামতি নেই। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তাঁর বিভিন্ন ছবি ও ভিডিও সামনে আসে। আরও একবার তাঁর একটি ভিডিও সামনে এল।
এই ভিডিওতে সুহানাকে বন্ধুবান্ধবদের সঙ্গে জমিয়ে হুল্লোড়ে মাততে দেখা গেল। বন্ধুদের সঙ্গে তাঁকে আইস স্কেটিংয়ের মজা উপভোগ করতে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই সুহানাকে দারুণ হাসিখুশি দেখিয়েছে।





এর আগেও বন্ধুদের সঙ্গে তাঁর মজায় মেতে ওঠার ছবি ও ভিডিও সামনে এসেছে।
মেয়ের সঙ্গে দেখা করতে শাহরুখ প্রায়ই নিউইয়র্কে যান। সেখানে মেয়ের সঙ্গে বাবার ছবিও বেশ কয়েকবারই সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। কিছুদিন আগে সুহানার সঙ্গে দেখা করতে সপরিবারে নিউইয়র্কে গিয়েছিলেন শাহরুখ।




কয়েকদিন আগে সুহানার একটি শর্ট ফিল্ম মুক্তি পেয়েছে। ফিল্মের নাম দ্য গ্রে পার্ট অফ ব্লু। এই সিনেমার মাধ্যমেই অভিনয় দুনিয়ার পা রাখলেন তিনি। সিনেমায় সুহানার অভিনয় নজর কেড়েছে।