মুম্বই: বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণীর (Kiara Advani) রিসেপশনে বি টাউনের তাবড় সমস্ত তারকারা একসঙ্গে হয়েছিলেন। মুম্বইয়ের এক নামকরা হোটেলে বসেছিল সিদ্ধার্থ- কিয়ারার রিসেপশন। সেখানে উপস্থিত ছিলেন রণবীর সিংহ, ভিকি কৌশল, অভিষেক বচ্চন, অনুপম খের, আলিয়া ভট্ট, অজয় দেবগন, কাজল, গৌরী খান, অনন্যা পাণ্ডে, করিনা কপূর খান, কর্ণ জোহর এবং আরও অনেকে। নেট দুনিয়ায় তাঁরা সেই পার্টির ছবিও পোস্ট করেন। সম্প্রতি সেখান থেকেই আলিয়ার (Alia Bhatt) সঙ্গে ছবি পোস্ট করেন অনুপম খের (Anupam Kher)। আর শুধু ছবি পোস্ট করাই নয়, তার সঙ্গে অভিনেত্রীর ছোটবেলার স্মৃতিচারণা করলেন অভিনেতা।


আলিয়াকে 'বর্ন অভিনেত্রী' বললেন অনুপম খের-


সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আলিয়া ভট্টের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অনুপম খের। সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর রিসেপশন থেকে তোলা ছবিগুলি। ছবিতে অনুপম খেরকে দেখা গেল কালো রঙের কুর্তা পায়জামাতে। আর শাড়িতে সেজেছিলেন আলিয়া। ছবি পোস্ট করে আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। লেখেন, 'প্রিয় আলিয়া। দীর্ঘদিন বাদে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর রিসেপশনে তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগল। তোমার ছেলেবেলার দিনগুলোর কথা ফের একবার গল্প করতে পেরে ভালো লাগল। যখন তুমি স্কুলে পড়তে। আর আমি তোমাকে সবসময় মজা করে বলতাম যে, তুমি একজন 'বর্ন অভিনেত্রী'। তোমার সমস্ত পারফরম্যান্স খুব ভালো লাগে। বিশেষ করে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'তে তোমার অভিনয় অসাধারণ ছিল। এভাবেই এগিয়ে যাও।ভালোবাসা এবং প্রার্থনা সবসময় তোমার সঙ্গে রয়েছে।'



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Shehnaaz Gill: গোলাপি শাড়িতে নেট দুনিয়ায় ঝড় তুললেন শেহনাজ


অনুপম খেরের সেই পোস্টের পরই ময়দানে নেমে পড়েছেন আর এক বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতের অনুরাগীরা। কঙ্গনা এবং অনুপম দুজনেই একে অপরকে নানা সময়ে প্রশংসা করে এসেছেন। দুই তারকাই নেপোটিজমের বিরুদ্ধা কথা বলেন। এছাড়াও আলিয়াকে টার্গেট করতে ছাড়েননি। অনুপম - আলিয়ার ছবিতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'দয়া করে কেউ একবার দেখে নিন যে, এতে কঙ্গনার কোনও সমস্যা রয়েছে কিনা।' আবার কেউ লিখেছেন, 'কঙ্গনা সবসময় অন্যদের টার্গেট করেন। একসময় কঙ্গনার অনুরাগী ছিলাম। কিন্তু এখন ওঁকে ঘৃণা করি। আলিয়া তুমি হাজার গুণ ভালো।'


প্রসঙ্গত, গত বছরই মা হয়েছেন আলিয়া ভট্ট। এখনও সেভাবে তাঁকে কাজে ফিরতে দেখা যায়নি। ধীরে ধীরে ক্রমশ নিজের ফিটনেস ফিরিয়ে আনছেন অভিনেত্রী। মাঝেমধ্যেই তাঁকে জিমে কসরত করতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন বাদে ফের কোনও পার্টিতে দেখা গেল আলিয়াকে। সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর রিসেপশনে নজর কাড়লেন আলিয়া।