মুম্বই: ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। নিজের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে পোস্ট করে এমনটাই জানালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। জানালেন, হিন্দু কাশ্মীরিদের গণহত্যার দিনই ফের প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য মুক্তি পাবে 'দ্য কাশ্মীর ফাইলস'। 


ফের সিনেমা হলে 'দ্য কাশ্মীর ফাইলস'-


এদিন পরিচালক বিবেক অগ্নিহোত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি জানিয়েছেন যে, 'ঘোষণা- আগামী ১৯ জানুয়ারি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার দিবস। এটাই প্রথমবার যেখানে কোনও ছবি পর-পর দু বছরে দুবার মুক্তি পাচ্ছে। যাঁরা এখনও বড় পর্দায় ছবিটি দেখেননি, তাঁরা এখনই টিকিট বুকিং করুন।'



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Pathaan: পঞ্চাশ বছরের পুরনো এই প্রেক্ষাগৃহে সকাল ৯টার শোয়ে দেখা যাবে 'পাঠান'


প্রসঙ্গত, কিছুদিন আগেই 'ইফি'র আন্তর্জাতিক জুরির চেয়ারপার্সন নাদাভ লাপিদ বলেন, 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি আদতে 'অশ্লীল ও প্রোপাগান্ডা'। তার ঠিক একদিনের মাথায় পাল্টা উত্তর দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, প্রয়োজনে তিনি 'লড়াই জারি রাখবেন'। তারপরই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বলেছেন, 'আমি গোটা পৃথিবীর বিদ্বজনেদের ও 'আর্বান নকশাল'দের এবং সেই সঙ্গে ইজরায়েল থেকে আসা বিশিষ্ট চিত্র পরিচালককে চ্যালেঞ্জ করছি যদি তাঁরা প্রমাণ করতে পারেন যে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর কোনও দৃশ্য, সংলাপ বা ঘটনা মিথ্যা, তাহলে আমি সিনেমা বানানো ছেড়ে দেব। আমি পিছিয়ে যাওয়ার মানুষ নই। যা খুশি বলতে থাকুন, আমিও লড়াই চালিয়ে যাব।'



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">