নয়াদিল্লি: অর্থনৈতিক সঙ্কট থেকে খাদ্যসঙ্কট, নানা সমস্যায় জেরবার পাকিস্তান। সেই আবহে ভারতের উদ্দেশে শান্তি এবং সহাবস্থানের বার্তা দিলেন সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। জানালেন কাশ্মীর (Kashmir Issue) নিয়ে ভারতের সঙ্গে গঠনমূলক আলোচনায় আগ্রহী পাকিস্তান (Pakistan PM)। তিন-তিনটি যুদ্ধের পর পড়শি দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কেই ভারত আগ্রহী বলে জানান শেহবাজ। 


ভারতের উদ্দেশে শান্তি এবং সহাবস্থানের বার্তা দিলেন শেহবাজ শরিফ


ছিন্নমূল পরিবারের ছেলে শেহবাজ, আগাগোড়াই ভারতের সঙ্গে পারপস্পরিক সহাবস্থান রেখে চলার পক্ষপাতী ছিলেন। একাধিক বার আকারে-ইঙ্গিতে তা বুঝিয়েও দিয়েছেন।তিনি দায়িত্ব পাওয়ার পর, শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে এ বার আকার-ইঙ্গিতে নয়, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তিন-তিনটি যুদ্ধ থেকে যথেষ্ট শিক্ষা হয়েছে তাঁর দেশের। সংঘাত নয়, কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে গঠনাত্মক আলোচনাতেই আগ্রহী তাঁরা।


দুবাইয়ের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন শেহবাজ। তিনি বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বার্তা দিতে চাই আমি যে, চলুন একসঙ্গে আলোচনায় বসি আমরা। কাশ্মীরের মতো জ্বলন্ত সমস্যার সমাধান করতে হলে সুস্থ আলোচনার প্রয়োজন। শান্তিপূর্ণ ভাবে পারস্পরিক সহাবস্থান বজায় রাখব, নাকি পরস্পরের সঙ্গে ঝামেলা করে সময় এবং সম্পদ নষ্ট করে যাব, তা আমাদেরই ঠিক করতে হবে।’’


আরও পড়ুন:  MG Mifa 9 E-MPV: এই এমপিভি বড় বাজি হতে পারে এমজির, কী বৈশিষ্ট্য আছে গাড়িতে ?


দুই দেশের সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে শেহবাজকে আরও বলতে শোনা যায়, ‘‘ভারতের সঙগে তিনটি যুদ্ধ লড়েছি আমরা। তাতে দুর্ভাগ্যই নেমে এসেছে শুধু। দারিদ্র্য, বেকারত্ব বেড়েছে। তাই যথেষ্ট শিক্ষা হয়েছে আমাদের। ভারতের সঙ্গে শান্তি বজায় রাখতে চাই আমরা। সুযোগ পেলে দুই দেশের মধ্যে প্রকৃত যে সমস্যাগুলি রয়েছে, তার সমাধানেও আগ্রহী আমরা।’’


এই মুহূর্তে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত পাকিস্তান। আটার সঙ্কট এমন আকার ধারণ করেছে যে, দু’বেলা পেটের জোগান দিতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তার মধ্যে জ্বালানির দামও আকাশছোঁয়া। চিনির মতো নিত্য প্রয়োজনের জিনিসে হাত ঠেকানো যাচ্ছে না। এর পাশাপাশি, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মতো জঙ্গি সংগঠনও ফের গা ঝাড়া দিয়ে উঠতে শুরু করেছে সেখানে। কারণ পাক সেনার সঙ্গে তাঁদের অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত বছরই। 


ভারতের সঙ্গে সুসম্পর্ক টিকিয়ে রাখার উপর জোর দিচ্ছেন শেহবাজ


এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক টিকিয়ে রাখার উপর জোর দিচ্ছেন শেহবাজ। তিনি বলেন, ‘‘ভারত আমাদের প্রতিবেশি দেশ। আমরা পড়শি। এমনকি যদি আমরা নিজেরা না-ও চাই,  তা-ও চিরকাল পাশাপাশিই থাকতে হবে আমাদের।  তাই ঝগড়া-ঝামেলা মিটিয়ে শান্তি এবং উন্নতির পথে এগনো উচিত দুই দেশেরই। এতে সময়ও বাঁচবে, সম্পদও। সব কিছুই আমাদের উপর নির্ভর করছে।’’ শেহবাজের মতে, ভারত এবং পাকিস্তান, দুই দেশেই ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রশিক্ষিত শ্রমিকের কমতি নেই। পারস্পরিক সমৃদ্ধির জন্য তার সদ্ব্যবহারে উদ্যোগী হতে হবে ভারত এবং পাকিস্তানকে।