কলকাতা: চিরকালই তিনি শান্ত, মৃদুভাসি। কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন.. মঞ্চের বাইরে এই মানুষটাকে যাঁরা চেনেন, তাঁরা জানেন, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বেশ প্রচারবিমুখ। নিজের জীবনের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেও তা একেবারেই সংক্ষিপ্ত। ঠিক যতটা সংক্ষিপ্তভাবে তিনি শেয়ার করে নিয়েছিলেন নিজের বিয়ের খবর, ততটাই সরলভাবে, কেবল একটা ছবি দিয়ে তিনি শেয়ার করে নিলেন বিয়ের পরে প্রথম সফরের কথা।
অনুপম রায় (Anupam Roy)। তাঁর হাতে একগুচ্ছ কাজ রয়েছে বলে কি মিলবে না ছুটিও? মোটেই তাই নয়। বিয়ের ২ মাস পরে, প্রশ্মিতা পালের (Prashmita Paul) সঙ্গে প্রথম বিদেশ সফরে অনুপম। বলা ভাল, মধুচন্দ্রিমা। তুরস্কে গিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় শনিবার একটি ছবি শেয়ার করে নিয়ে অনুপম লেখেন, 'আ টার্কিস হলিডে'। ছবিতে দেখা যাচ্ছে, হলুদ টি-শার্ট ও ডেনিম পরেছেন অনুপম। প্রশ্মিতার পরণে হলুদ স্কার্ট ও কালো টপ। রঙমিলান্তিতে তাঁদের মধুচন্দ্রিমার প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল। ইশা সাহা থেকে শুরু করে অন্যান্য বন্ধু ও অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন প্রশ্মিতা ও অনুপমকে।
২রা মার্চ একটি ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে নতুন জীবন শুরু করেছিলেন অনুপম-প্রশ্মিতা। তাঁদের সম্পর্ক, প্রেম সবকিছুকেই গোপনে রেখেছিলেন তাঁরা, মুখ খোলেননি কখনোই। বিয়ের মাত্র কয়েকটা দিন আগেই প্রকাশ্যে এসেছিল সেই খবর। সেই সময়ে এবিপি লাইভকে (ABP Live)-কে অনুপম জানিয়েছিলেন, তিনি চিরকালই সম্পর্ক নিয়ে আশাবাদী। তাঁর ও প্রশ্মিতার বয়সের সম্পর্ক বেশিদিন না হলেও, তাঁদের মনে হয়েছে, একসঙ্গে থাকতে পারবেন তাঁরা। সেই কারণেই এই সিদ্ধান্ত। বিয়ের পরেও কাজ নিয়েই ব্যস্ত ছিলেন অনুপম ও প্রশ্মিতা। সদ্য মুক্তি পেয়েছে অনুপমের নতুন ছবি 'আলাপ'। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।