কলকাতা:  আজ তাঁর জন্মদিন। সকালটা  কাটছে বাড়িতেই, মা বাবার সঙ্গে। তবে বিকেলে একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। জন্মদিনের নয়, নতুন গান মুক্তির। আজ মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত, উইন্ডোজ প্রযোজিত 'বেলাশুরু' ছবির প্রথম গান 'সোহাগে আদরে'। কন্ঠে অনুপম রায় (Anupam Roy)। সঙ্গীতশিল্পীর জন্মদিনে মুক্তি পাচ্ছে তাঁর নতুন গান, আরও একটু বিশেষ হয়ো উঠল কী দিনটা?


সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে মুঠোফোন। এড়িয়ে গিয়েছিল এবিপি লাইভের ফোনও। মিনিট পাঁচেকের মধ্যে নিজেই ফোন করলেন অনুপম। শুভেচ্ছাবার্তায় আন্তরিক ধন্যবাদ জানালেন। গোটা দিনের কী পরিকল্পনা রয়েছে? সঙ্গীতশিল্পী বললেন, 'আজ সকালটা মা-বাবার সঙ্গেই কাটাব। বিকেলে গান মুক্তির অনুষ্ঠান রয়েছে। তারপর রাতে ডায়মন্ড হারবারে একটা অনুষ্ঠান রয়েছে।'


আরও পড়ুন: 'বাংলাদেশের মানুষ নারীকেন্দ্রিক ছবি দেখতে চান না, 'সাবরিনা'-র এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল'


'বেলাশুরু'-র (Belashuru) 'সোহাগে আদরে' মুক্তি পাবে আজ। কতটা বিশেষ এই গানটা অনুপমের কাছে? সঙ্গীতশিল্পী বলছেন, 'সোহাগে আদরে আমারও খুব আদরের গান। ২ বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল এই গানটা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। কাকতালীয়ভাবে গানটি মুক্তি পাচ্ছে আমার জন্মদিনের দিন। সেই বিষয়টা একটা বিশেষ অনুভূতি বয়ে নিয়ে আসে বই কি! তবে ২ বছর আগে তৈরি গান আমার নিজের কাছে একটু পুরনো হয়েছে বটেই। দর্শকেরা নতুনভাবে শুনবেন। তাঁদের প্রতিক্রিয়ার অপেক্ষা তো রয়েছেই।'


'বেলাশুরু' ছবির দু'জন প্রধান চরিত্রই হারিয়ে গিয়েছেন তারার দেশে। অনুপম বলছেন, 'এই ছবির কাজ যখন শুরু হয়েছিল, তখন এটা ছিল 'বেলাশেষে'-র একটা সিক্যুয়াল মাত্র। কিন্তু বর্তমানে এই ছবির গুরুত্ব যেন আরও বেড়ে গিয়েছে। বড়পর্দায় শেষবার সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের জুটিকে দেখবেন দর্শক। আমার এখনও বিশ্বাস হয় না ওঁদের ছাড়া মুক্তি পেতে যাচ্ছে 'বেলাশুরু'।


সদ্য অনুপমের নিজস্ব অ্যালবাম 'পুতুল আমি'-তে মজেছিলেন দর্শক। সঙ্গীতশিল্পীর থেকে নতুন কী কী উপহার পাচ্ছেন শ্রোতারা? অনুপম বললেন, 'এখন বাংলা ছবির কাজ একটু কম হচ্ছে। আমি ছবির গান ও অ্যালবাম দুটো নিয়েই কাজ করতে সমান আগ্রহী। নতুন গানের রেকর্ডিংও চলছে।'