নয়াদিল্লি: ফের শিরোনামে টিনা ডাবি। বাগদান সারলেন আইএএস (IAS) অফিসার টিনা। ২০১৩ সালের ব্যাচের আইএএস (IAS) অফিসার প্রদীপ গাওয়ান্ডের (Pradeep Gawande) সঙ্গে বাগদান সেরেছেন তিনি। সেই খবর নিজেই শেয়ার করেছে ইন্সটাগ্রামে। দিয়েছেন ছবিও। লিখেছেন---I'm wearing the smile you gave me #fiance. নিমেষে ভাইরাল সেই ছবি। হবু-বর প্রদীপও তাঁর ইন্সটা হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন বাগদানের ছবি। 


 






 


 






কে এই টিনা ডাবি:
২০১৫ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সর্বভারতীয় পরীক্ষায় দেশে প্রথম হয়েছিলেন তিনি। কেরিয়ারে সাফল্যের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তুমুল জনপ্রিয় এই আইএএস অফিসার। এই মুহূর্তে  ইন্সটাগ্রামে (Instagram) তাঁর ফলোয়ার ১.৪ মিলিয়নেরও বেশি। দিল্লির লেডি শ্রীরাম কলেজের ছাত্রী ছিলেন টিনা (Tina Dabi)। তিনিই প্রথম দলিত যিনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সর্বভারতীয় পরীক্ষায় দেশে প্রথমস্থান অধিকার করেন। প্রথমবার পরীক্ষা দিয়েই সাফল্যের শীর্ষে পৌঁছন তিনি। 


কারণ রয়েছে আরও:
শুধু পরীক্ষায় সাফল্যই নয়, আরও একটি কারণে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছিলেন টিনা। এর আগে তাঁরই ব্যাচমেট আতহার আমির খানকে বিয়ে করেছিলেন তিনি। ২০১৫ সালের ওই পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন আতহার। ২০১৮ সালে বিয়ে করেছিলেন তাঁরা। সেই সময় ওই হাইপ্রোফাইল বিয়েতে হাজির হয়েছিলেন দেশের একাধিক প্রথম সারির রাজনৈতিক নেতা। সেই বিয়েতে হাজির ছিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু,  লোকসভার তৎকালীন স্পিকার সুমিত্রা মহাজন এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।


ভিনধর্মের সেই বিয়ে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল তখন। অনেকেই যেমন শুভেচ্ছা জানিয়েছিলেন। একটি অংশ আবার তীব্র বিরোধিতাও করেছিলেন। বছরখানেক আগে সেই বিয়ে ভেঙে যায়। ওই বিচ্ছেদের পর এবার প্রদীপকে বিয়ে করতে চলেছেন টিনা ডাবি।


আরও খবর: ' ভুল ছিলাম, আমি বিব্রত' চড়কাণ্ডে অবশেষে ক্ষমা চাইলেন উইলস্মিথ