কলকাতা: বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন বাংলার জনপ্রিয় গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায় (Anupam Roy)। আজ নিজের টুইটার হ্যান্ডলে তিনি পোস্ট করে জানিয়েছেন যে, তিনি এবং তাঁর স্ত্রী পিয়া তাঁদের বিবাহিত জীবন এখানেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার সঙ্গেই জানালেন, বিবাহিত সম্পর্কে না থাকলেও তাঁদের বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে পরবর্তীকালেও।


বিবাহবিচ্ছেদ ঘোষণা করে এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুপম রায় লেখেন, 'আমরা অনুপম এবং পিয়া। আমরা দুজনে মিলে বিবাহিত সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। তবে, আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে। যতদিন আমাদের মধ্যে বিবাহিত সম্পর্ক ছিল, একে অপরের সঙ্গে খুব সুন্দর সমস্ত মুহূর্ত কাটিয়েছি। অনেক সুন্দর অভিজ্ঞতা এবং স্মৃতি আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে. কিন্তু ব্যক্তিগত কিছু পার্থক্যের কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে, স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসাই সঠিক সিদ্ধান্ত হবে। যেমন আমরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, তেমনই থাকব পরবর্তীকালেও।'



অনুপম আরও লেখেন, 'আমাদের যাঁরা সমর্থন করে এসেছেন, তেমন বন্ধু, শুভাকাঙ্খী এবং পরিবারের সদস্যদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই আপনাদের সহানুভূতি চাই। যা আজ এবং পরবর্তীকালে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং মর্যাদা রক্ষা করতে সাহায্য করবে।'


প্রসঙ্গত, 'অটোগ্রাফ' ছবির জনপ্রিয় গান 'আমাকে আমার মতো থাকতে দাও' দিয়ে টলিউডে ডেবিউ করেন অনুপম রায়। এরপর একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি গীতিকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও যথেষ্ট জনপ্রিয় অনুপম। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম 'বাইশে শ্রাবণ', ''তুমি যাকে ভালোবাসো'' প্রভৃতি। কাজ করেছেন বলিউডেও। 


আরও পড়ুন - Vicky Kaushal-Katrina Kaif Wedding: ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের প্রসঙ্গে কী বলছেন ভিকি কৌশলের প্রাক্তন প্রেমিকা?


কয়েক বছর আগেই দীর্ঘদিনের বান্ধবী পিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুপম রায়। ব্যক্তিগত কারণে আজ তাঁরা দুজনে নিজের মতো থাকতে চেয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন। অনুপম রায়ের এই পোস্টে ব্যথিত তাঁর অনুরাগীরা। কমেন্টে তেমনটাই প্রকাশ করেছেন নেট নাগরিকরা।