কলকাতা: ফের ধাক্কা বিজেপিতে। এবার বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী। বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে ট্যুইট  করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি ট্যুইটে লিখেছেন, ‘বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। রাজ্যের উন্নয়নের স্বার্থে কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না বিজেপিতে।’




উল্লেেখ্য, এবারের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদানের কার্যত হিড়িক পড়েছিল। বিনোদন জগতের অনেক তারকাও বিজেপিতে সামিল হয়েছিলেন। এরইমধ্যে  ১ মার্চ কৈলাস-দিলীপের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। বেহালা পশ্চিমের প্রার্থী হয়ে ভোটে হারেন শ্রাবন্তী। বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী ছিলেন প্রার্থী চট্টোপাধ্যায়। 


উল্লেখ্য, ভোটের পর প্রকাশ্যে বিজেপির হয়ে কোনও কর্মসূচীতে অভিনেত্রীকে দেখা যায়নি। ফলে তাঁকে নিয়ে জল্পনা ছিলই। এরইমধ্যে ট্যুইট করে দল ছাড়ার ঘোষণা করলেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতিতে তিনি দেননি।  বিজেপির পক্ষ থেকেও এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। 


উল্লেখ্য, বিধানসভায় ভোটে হারের পর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় দলের তারকা প্রার্থীদের নিশানা করেছিলেন। সোশাল মিডিয়ায় তীব্র আক্রমণ করেছিলেন তথাগত রায়। ভোটে বিপর্যয়ের পর বিজেপি নেতা তথাগত রায় ট্যুইট করে বলেন, পায়েল, শ্রাবন্তী, তনুশ্রী ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকোবিলাসে গিয়ে সেলফি তুলেছেন এবং হেরে হেরে ভূত হয়েছেন। এরপরও একাধিকবার তারকাদের নিয়ে সোচ্চার হয়েছেন তিনি।


এরইমধ্যে ভোটের পর একাধিক নেতা বিজেপি ছেড়েছেন। বিজেপিতে এভাবে ভাঙনের মধ্যেই দল ছাড়লেন শ্রাবন্তী।লবিধানসভা ভোটের ফল ঘোষণার কিছুদিন পর সোশাল মিডিয়ায় একটি পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, ‘জীবনে চলার পথে ব্যর্থতা আসে’। তবে কোন ব্যর্থতার কথা বলেছেন, তা স্পষ্ট করেননি শ্রাবন্তী।


সবমিলিয়ে ভোটের পর বিজেপিতে শ্রাবন্তীকে নিয়ে জল্পনা চলছিল। অবশেষে দল ছাড়ার কথা জানালেন তিনি।  কারণ হিসেবে, রাজ্যের উন্নয়নের স্বার্থে বিজেপির উদ্যোগের অভাবের কথা বলেছেন তিনি।