অস্টিন (টেক্সাস): স্যুপের মধ্যে ভাসছিল প্লাস্টিকের টুকরো। সেটা দেখে চরম ক্ষুব্ধ হয়ে রেস্তোঁরার ম্যানেজারের মুখে গরম স্যুপ ঢেলে দিলেন এক মহিলা। এই চাঞ্চল্যকর ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের একটি মেক্সিকান রেস্তোরাঁর। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেক্সিকান রেস্তোরাঁ চেন সল ডে জ্যালিসকো ইন টেম্পলে খেতে গিয়েছিলেন অভিযুক্ত মহিলা। তিনি স্পাইসি মেক্সিকান মেনুডো স্যুপ অর্ডার দেন। কিন্তু তাঁকে যখন সেই স্যুপ দেওয়া হয়, তখন তিনি স্যুপের মধ্যে প্লাস্টিকের টুকরো ভাসতে দেখেন। এরপরেই রেস্তোরাঁর ম্যানেজার জ্যানেলি ব্রল্যান্ডের দিকে এগিয়ে যান ওই মহিলা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি রেস্তোরাঁর ম্যানেজারের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলছেন। এরপর হঠাৎই তিনি রেস্তোরাঁর ম্যানেজারের মুখে স্যুপ ছুড়ে দেন। তারপরেই ছুটে রেস্তোঁরা থেকে বেরিয়ে যান অভিযুক্ত মহিলা।
ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান ওই রেস্তোরাঁর ম্যানেজার। তবে মুখে গরম স্যুপ পড়লেও, তাঁর কোনওরকম আঘাত লাগেনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনা প্রসঙ্গে রেস্তোরাঁ ম্যানেজার ব্রল্যান্ড জানিয়েছেন, ‘এই ভয়াবহ অভিজ্ঞতায় আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি মানসিকভাবেও প্রচণ্ড ধাক্কা খেয়েছি। কেউ যে আমার সঙ্গে এরকম আচরণ করতে পারে, সেটা আমি ভাবতেও পারিনি। পরে অবশ্য এই ঘটনার কথা ভেবে আমার হাসিই পাচ্ছিল।’
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের কাছে নিজের বয়ান নথিবদ্ধ করেছেন রেস্তোঁরা ম্যানেজার। তিনি জানিয়েছেন, অভিযুক্ত মহিলার শাস্তি চাইছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ায় অভিযুক্ত মহিলার খোঁজ পেতে সমস্যা হবে না বলে জানিয়েছেন তদন্তকারীরা। সংশ্লিষ্ট রেস্তোঁরায় সেই সময় থাকা কয়েকজন ব্যক্তি অভিযুক্ত মহিলার গাড়ির ছবি তুলে রেখেছেন। সেই ছবি পুলিশকে দিয়েছেন রেস্তোঁরা ম্যানেজার।
সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষ এই ঘটনা নিয়ে সরব। রেস্তোঁরা ম্যানেজারের পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। তাঁরা অভিযুক্ত মহিলার আচরণের কড়া নিন্দা করছেন।