কলকাতা: সব পেলে নষ্ট জীবন, তাই আমাকে আমার মতো থাকতে দাও...
লকডাউনে বন্ধ শুটিং। তাই ঘরবন্দি হয়েই কাটছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিন। কখনও কাগজ পড়ে, কপালে চিন্তার ভাঁজ নিয়ে কাটছে সময়। এমনটাই প্রকাশ পেল অনুপম রায়ের গানে।
ফেসবুকে সম্প্রতি একটি মিউডিক ভিডিও শেয়ার করেছেন অনুপম। সেখানে অনুপমেরই বিভিন্ন গানের সুরে বাঁধা হয়েছে তারকাদের 'ঘর-বাড়ি খেলা'র ছবি।
দেখা গেল আবীর চট্টোপাধ্যায় কখনও ডাইনিং টেবিলে টেনিস খেলে, কখনও বা সবজি কেটে কাটাচ্ছেন সময়।
পাওলির সময় কাটছে কাটাকুটি চালায়। ছাদে বসেই সময় কাটাচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য।
কখনও বইয়ের পাতার অক্ষরে, কখনও আলমারির তাকে চোখ রেখে সময় কাটছে যীশু সেনগুপ্তর।
সামাজিক দূরত্ব বজায় রাখুন, কিন্তু হৃদয়ের দূরত্ব নয়! বার্তা দিচ্ছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার।
লকডাউনে বন্ধ শুটিং। তাই ঘরবন্দি হয়েই কাটছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিন। কখনও কাগজ পড়ে, কপালে চিন্তার ভাঁজ নিয়ে কাটছে সময়। এমনটাই প্রকাশ পেল অনুপম রায়ের গানে।
ফেসবুকে সম্প্রতি একটি মিউডিক ভিডিও শেয়ার করেছেন অনুপম। সেখানে অনুপমেরই বিভিন্ন গানের সুরে বাঁধা হয়েছে তারকাদের 'ঘর-বাড়ি খেলা'র ছবি।
দেখা গেল আবীর চট্টোপাধ্যায় কখনও ডাইনিং টেবিলে টেনিস খেলে, কখনও বা সবজি কেটে কাটাচ্ছেন সময়।
পাওলির সময় কাটছে কাটাকুটি চালায়। ছাদে বসেই সময় কাটাচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য।
কখনও বইয়ের পাতার অক্ষরে, কখনও আলমারির তাকে চোখ রেখে সময় কাটছে যীশু সেনগুপ্তর।
সামাজিক দূরত্ব বজায় রাখুন, কিন্তু হৃদয়ের দূরত্ব নয়! বার্তা দিচ্ছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার।
আনমনে জল খেতে গিয়ে জামাটিই ভিজিয়ে ফেললেন অভিনেতা অঙ্কুশ। আনমনা মন হলে যেমনটি হয়!
এভাবেই অনুপমের গানে ধরা পড়ল তারকাদের লকডাউন রুটিন। বলা বাহুল্য প্রত্যেকেই শুটিং সেরেছেন নিজের বাড়িতেই। গানে হাজির হয়েছেন অনুপমও। আছেন, অর্জুন চক্রবর্তী, মধুমিতা, সোহিনীরাও।
এভাবেই অনুপমের গানে ধরা পড়ল তারকাদের লকডাউন রুটিন। বলা বাহুল্য প্রত্যেকেই শুটিং সেরেছেন নিজের বাড়িতেই। গানে হাজির হয়েছেন অনুপমও। আছেন, অর্জুন চক্রবর্তী, মধুমিতা, সোহিনীরাও।