কলকাতা: তাঁর গানে কখনও প্রেমের বার্তা থাকে, আবার কখনও ছেড়ে যাওয়ার কথা, ব্যথা, বেদনা। সদ্য মুক্তি পাওয়া 'কিলবিল সোস্যাইটি' ছবিতে তাঁর গান ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। আর এবার মুক্তি পেল, অনুপম রায়ের (Anupam Roy) নতুন গান, নেই 'তুমি আর আগের মতো'। এটি অনুপম রায়ের লেখা ও সুরে নতুন একটি গান। এটি একেবারে নিজস্ব একটি গান। কীভাবে প্রেম বদলে যায়, কীভাবে একে অপরের কাছে অচেনা হয়ে যায় চেনা মানুষ, সেই গল্পই যেন তুলে ধরা হয়েছে এই গানে।
অনুপম বারে বারেই বলেছেন যে গান লিখতে তাঁর কোনও পরিস্থিতির প্রয়োজন হয় না। এর আগেও অনুপম একের পর এক গান লিখে অনুরাগীদের মুগ্ধ করেছেন অনুপম। আর এবার নতুন গান 'তুমি আর আগের মতো'। এই গানে দেখানো হয়েছে, মধ্যরাতে আলো জ্বলা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন অনুপম, আর মনে করছেন তাঁর পুরনো প্রেমের স্মৃতি। কখনও আবার দেখানো হয়েছে একটি পরিত্য়ক্ত কারখানার দৃশ্য। সেই সঙ্গে ফ্ল্যাশব্যাকে মনে পড়া পুরনো সমস্ত কথা।
এই গান সম্পর্কে অনুপম রায় বলছেন, ''তুমি আর আগের মতো' গানটা ভীষণ সদ্য়ই লেখা। এটা মন ভাঙার গান, সেই জন্য গানের প্রত্যেকটা লাইনেই রয়েছে কষ্টের ছোঁয়া। এটা মেলোডি আমার মনের মধ্যে ছিল, আমি তাতে কথা বসিয়েছি কেবল। সেই সঙ্গে আমার আরও একটা অসমাপ্ত গান ছিল, সেই গানটা এর সঙ্গে জুড়ে দিয়েছি। এই ভাবেই গানটা সম্পূর্ণ হয়েছে। গানে এমন একজনের কথা বলা হয়েছে, যাঁর সঙ্গে একটা সময়ে গায়কের সম্পর্ক ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, সেই প্রেম আর নেই। বদলে গিয়েছে পরিস্থিতিও। এখন আর তাঁরা সেই চেনা আগের মানুষ নেই। প্রেম ভাঙলে বোধহয় এমনটাই হয়। সেই কারণেই এই গানের অবতারণা।'
এই গান সম্পর্কে অনুপম রায় বলছেন, 'এই গানের ধারণাটা হয়তো পুরনো কিন্তু আমি সেটাকেই নতুনভাবে শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আসল গানটি আমিই গেয়েছি, আমার গলাতেই শোনা যাবে গানটি। ছবিতে সোমলতার গলায়, 'তুমি আর আগের মতো' গানটি শোনা গিয়েছে, তবে সেই গানের কথা ও সুর এক্কেবারেই আলাদা। সৃজিতের এই গানটা শুনে পছন্দ হয়েছিল, তারপরেই ও এই গানটি ওর ছবিতে ব্যবহার করে।'