কলকাতা: চিত্রনাট্য অনুযায়ী তাঁর চরিত্র একজন চিকিৎসকের। তাই অভিনয় করার আগে তিনি পৌঁছে গিয়েছিলেন বিভিন্ন চিকিৎসকদের কাছে। শিখেছিলেন কীভাবে প্রাথমিক চিকিৎসা করতে হয়। অন্যদিকে তাঁর নায়িকা? তিনি খাওয়াদাওয়ায় লাগাম টেনে ওজন কমিয়ে ফেলেছেন বেশ কিছুটা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' (ANURAAGER CHOWAA)। আর সেই ধারাবাহিকের মুখ্যভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) ও স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। 


এই ধারাবাহিকেই প্রথমবার মুখ্যভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা। ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-তে তাঁর চরিত্রের নাম দীপা। কেমন ছিল স্বস্তিকা থেকে দীপা হয়ে ওঠার এই সফর? সাংবাদিক সম্মেলনে এবিপি লাইভের প্রশ্নের উত্তরে স্বস্তিকা বললেন, 'আমার ওজন বেশ কিছুটা বেশি ছিল। ধারাবাহিকের জন্য ওজন কমাতে হয়েছে। আর আমার বই পড়ার খুব একটা অভ্যাস নেই। ধারাবাহিকের জন্য বই পড়তে হচ্ছে বেশ।' একটু ভেবে স্বস্তিকা যোগ করলেন, 'এই ধারাবাহিকের জন্য স্কুটি চালাতে শিখতে হয়েছে আমায়।'


ধারাবাহিকে সূর্যের চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত। গল্পের নিয়মেই দেখা হবে সূর্য আর দীপার। দীপার ব্যবহারে মুগ্ধ হয় সূর্য। তার চরিত্রের কাছে রূপ নয়, মানুষের গুণটাই আসল। ব্যক্তি দিব্যজ্যোতির সঙ্গে মিল রয়েছে গল্পের সূর্যের। তাঁর কথায়, 'আমি অভিনয় বুঝি না। আমি কেবল বুঝি চরিত্রটাকে বিশ্বাস করতে হবে। আমি সেটাই করি। সূর্যর যা ভালোলাগা দিব্যরও সেটাই পছন্দ হতে হবে।' একটা নতুন ঘড়ি কিনেছেন দিব্যজ্যোতি, শ্যুটিং ফ্লোরেও পড়ে যাচ্ছেন তাইই।'


আরও পড়ুন: বোন শমিতার জন্মদিনে ভালবাসায় ভরা পোস্ট দিদি শিল্পার


সাংবাদিক সম্মেলনে ধারাবাহিকের কলাকুশলীদের কথায় কথায় জানা গেল, শ্যুটিং স্পট ঠিক হওয়ার পরেই নাকি জিম খুঁজেছিলেন দিব্যজ্যোতি। জিমে যাওয়াই তাঁর নেশা। পার্পেল স্টুটিওতে শ্যুটিং চলছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-র।


ধারাবাহিকে অভিনয় করছেন দেবদূত ঘোষ ও রুপাঞ্জনা সেনগুপ্তও। তাঁদের মধ্যের দ্বন্দ্বও ফুটিয়ে তোলা হয়েছে ধারাবাহিকের গল্পে। দেবদূত বললেন, 'আমি সবসময় চেষ্টা করি সবার সঙ্গে বন্ধুত্ব এবং বয়সের দূরত্ব সমানভাবে বজায় রাখতে। রুপাঞ্জনার সঙ্গে আমার মতপার্থক্যটাকেও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।'


৭ ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে ৯টায় স্টার জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'।