কলকাতা: তাদের বিবাহ যেন কোনও স্বপ্নের থেকে কম নয়। বলিউডের রীতি মেনে প্যাস্টেড সেড, স্বপ্নের মতো সুন্দর সাজ, আবেগ, অনুভূতি, চোখে জল... জীবনে নতুন পথ চলা শুরু করলেন অনুরাগ কশ্যপ (Anurag Kashyap) কন্যা আলিয়া কশ্যপ (Aaliyah Kashyap)। গাঁটছড়া বাঁধলেন দীর্ঘদিনের প্রেমিক শেন গ্রেগের সঙ্গে। আজ বিবাহ আসর বসেছিল তাঁদের। সমস্ত রীতিনীতি মেনেই বিয়ে হয় আলিয়া ও শনের। আলিয়াকে কনের সাজে দেখে আবেগে শনের চোখে জল। সলজ্জ ভঙ্গিতে আলিয়ার হেঁটে আসা থেকে শুরু করে তাঁদের আলিঙ্গন, চুম্বন... সবই বন্দি রইল ক্যামেরায়। গোটা বিয়েতেই মেয়ের সঙ্গে ছিলেন বাবা অনুরাগ কশ্যপ। বাবা মেয়ের একাধিক মিষ্টি মুহূর্তও ভাইরাল হয়েছে। 


বিয়ের জন্য আলিয়া বেছেছিলেন হালকা গোলাপি রঙের ভারি কাজ করা একটি লেহঙ্গা। বলিউড প্রথা মেনেই প্যাস্টেল শেডের লেহঙ্গা বেছেছিলেন তিনি। অন্যদিকে শেন পরেছিলেন রুপোলি কাজের একটি শেরওয়ানি। গয়নার আধিক্য ছিল না আলিয়ার। কেবল মাথায় পরেছিলেন একটি টিকলি, গলায় ভারি নেকলেস ও হাতে চুড়ি। আলিয়ার হাতে মেহেন্দিকে ছিল তাঁর পোষ্যের ছবি যা বেশ অভিনব বলেই মনে করেছেন নেটিজেনরা। সাদামাটা সাজের মধ্যেও যেন স্বপ্নের মতো সুন্দর ছিল বিবাহবাসর। বিয়ের শেষে একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করে আলিয়া ও শেন। সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন আলিয়া। লিখেছেন, 'এখন এবং চিরদিনের..'। এর আগে সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদ থেকে শুরু করে প্রেমিক শেনের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া। 


প্রসঙ্গত, এই বিয়েতে হাজির ছিলেন অনুরাগ কশ্যপের প্রাক্তন স্ত্রী কল্কি কেঁকলাও। ২০১৫ সালে দাম্পত্যে ইতি টানেন কল্কি ও অনুরাগ। তবে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন কল্কি। আলিয়ার প্রাকবিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে বিবাহ.. সমস্ত সময়েই হাজির ছিলেন কল্কি।  


 






আরও পড়ুন: Shah Rukh Khan: পাওয়া গেল অনুমতি, প্রথমবার এই কাজ হবে শাহরুখ-গৌরীর সাধের মন্নতে!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।