কলকাতা: মায়ানগরীর একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাড়ি পর্যটকদের অন্যতম আকর্ষণ তো বটেই। ২০০১ সালে এই বাড়িটি কেনার পর থেকে তিলে তিলে এই বাড়িতে নিজের মনের মতো করে সাজিয়ে তুলেছেন গৌরী খান (Gauri Khan)। তবে সবটাই বাড়ির ভিতরে। বাড়ির বাইরে কোনও বদল আনতে পারেননি শাহরুখ খান (Shah Rukh Khan) ও গৌরী খান। তবে এবার, বদল আসতে চলেছে বহুল আকর্ষণের সেই ছ তলা বাড়িটিতে। বদলে যেতে চলেছে মন্নত (Mannat)।
সূত্রের খবর, মন্নত বাড়িটি শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে। সেই কারণেই এই বাড়ির বাইরে কোনও পরিবর্তন ইচ্ছা হলেই করা যায় না। এই বাড়ির বহিরঙ্গে যে কোনও রকম পরিবর্তন করতে গেলে নগর প্রশাসনের অনুমতি প্রয়োজন। দীর্ঘদিন আগে চিঠি দিয়ে বাড়ির বহিরঙ্গে পরিবর্তন করার জন্য অনুমতি চেয়েছিলেন গৌরী খান। শোনা যাচ্ছে, সেই অনুমতি পেয়েছেন তিনি। এর ফলে তিনি মন্নতের বহিরঙ্গে পরিবর্তন আনতে পারবেন। পরিকল্পনা করা হয়েছে, মন্নত-এ যোগ হবে আরও দুটি তলা। অর্থাৎ ৬ তলা এই বাড়িটি এবার হতে চলেছে ৮ তলা। আর এই পরিবর্তনের জন্য খরচ হতে চলেছে ২৫ কোটি টাকা।
১৯১৪ সালে নরিম্যান কে দুবাস (Nariman K Dubash) তৈরি করেছিলেন এই মন্নত। ২০০১ সালে শাহরুখ খান ও গৌরী খান কেনেন এই বাড়ি। শোনা যায়, সেই সময়ে ততটা আর্থিক সামর্থ ছিল না শাহরুখের। তবে এক প্রযোজকের কাছ থেকে নাকি বাড়ি কেনার জন্য আগাম টাকা নিয়েছিলেন শাহরুখ। সেই টাকা দিয়েই তিনি ও গৌরী বাড়িটি কেনেন। তবে সেই সময়ে মন্নত ততটা ভাল পরিস্থিতিতে ছিল না। বাড়িতে অনেক কাজ করাতে হত। সেই সমস্ত কাজ করানোর টাকা ছিল না শাহরুখ ও গৌরীর। তাঁরা একজন ডিজাইনারকে ডেকেছিলেন বটে, কিন্তু তিনি যে খরচ বলেছিলেন তা সেই সময়ে ছিল শাহরুখ ও গৌরীর সাধ্যের বাইরে।
তবে বর্তমানে অবশ্য সবই হয়েছে। এই বাড়িকে মনের মতো করে সাজিয়ে তুলেছেন গৌরী। মন্নতে রয়েছে একটি ব্যক্তিগত সিনেমাহল। রয়েছে কোয়াটার্স, একাধিক বিলাসবহুল শয়নকক্ষ, বাগান ও প্রচুর ঐতিহ্যশালী জিনিস দিয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।