মুম্বই: অভিনেত্রী পায়েল ঘোষের তোলা যৌন নিগ্রহের অভিযোগের ব্যাপারে পরিচালক অনুরাগ কাশ্যপকে আগামীকাল সকাল ১১টায় ভারসোভা থানায় হাজির হতে বলে সমন পাঠাল মু্ম্বই পুলিশ। কাশ্যপ ইতিমধ্যেই নিজের আইনজীবী প্রিয়ঙ্কা খিমানির জারি করা বিবৃতির মাধ্য়মে পায়েলের অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করেছেন। খিমানি বলেছেন, আমার মক্কেল অনুরাগ কাশ্যপ তাঁর বিরুদ্ধে যে যৌন নিগ্রহের অভিযোগ তোলা হয়েছে, তাতে গভীর ভাবে ব্যথিত। এইসব যাবতীয় অভিযোগ পুরোপুরি মিথ্যা, জঘন্য, কুঅভিসন্ধিমূলক ও অসততায় পূর্ণ।
পায়েল পুলিশের কাছে দায়ের করা অভিযোগে দাবি করেছেন, কাশ্যপ ২০১৩ সালে ভারসোভার ইয়ারি রোডের একটি জায়গায় তাঁকে ধর্ষণ করেন। গত সপ্তাহে দায়ের করা ধর্ষণ মামলার ব্যাপারে পায়েল গতকাল মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোশিয়ারির সঙ্গে দেখা করেও কাশ্যপের বিরুদ্ধে পদক্ষেপ দাবি করেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যসভা সাংসদ রামদাস আঠওয়াল। দুজনে তার আগে মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার (আইনশৃঙ্খলা) বিশ্বাস নানগারে পাতিলের কাছেও গিয়েছিলেন। অভিনেত্রীর নিরাপত্তা চান তাঁরা।
কেন কাশ্যপকে গ্রেফতার করা হচ্ছে না, দেরি হচ্ছে, সেই প্রশ্ন তুলে ব্যবস্থা না নেওয়া হলে অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছিলেন পায়েল।
তিনি আইনজীবী নিতীন সাতপুতেকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে গেলে গত ২২ সেপ্টেম্বর ভারসোভা থানায় এফআইআর দায়ের করা হয় কাশ্যপের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (১) (ধর্ষণ), ৩৫৪ (সম্ভ্রম, সম্মান হানির জন্য কোনও মহিলাকে নিগ্রহ বা ফৌজদারি বলপ্রয়োগ), ৩৪১ (অন্যায়ভাবে বাধাদান) ও ৩৪২ (অন্যায় ভাবে আটকে রাখা) ধারায় দায়ের করা হয়েছে এফআইআর।
পায়েলের তোলা যৌন নিগ্রহের অভিযোগ মামলায় কাল অনুরাগ কাশ্যপকে তলব মুম্বই পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2020 01:26 PM (IST)
পায়েল পুলিশের কাছে দায়ের করা অভিযোগে দাবি করেছেন, কাশ্যপ ২০১৩ সালে ভারসোভার ইয়ারি রোডের একটি জায়গায় তাঁকে ধর্ষণ করেন। গত সপ্তাহে দায়ের করা ধর্ষণ মামলার ব্যাপারে পায়েল গতকাল মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোশিয়ারির সঙ্গে দেখা করেও কাশ্যপের বিরুদ্ধে পদক্ষেপ দাবি করেন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -