কলকাতা: এবার কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival)-এর রেড কার্পেটে দেখা যাবে অনুষ্কা শর্মা (Anushka Sharma)-কে। মে মাসের ১৬ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। আর সেখানেই প্রথমবার দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohi) পত্নীকে। এই প্রথম কানের রেড কার্পেটে হাঁটবেন বলিউড অভিনেত্রী।

ভারতের ফ্রেঞ্চ অ্যাম্বাস্যাডর Emmanuel Lenain সদ্যই একটি ছবি ট্যুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। ইমানুয়েল লিখেছেন, 'বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সঙ্গে একটি বৈঠক। আশা করি বিরাট আর ভারতীয় দল তাদের আগামী টুর্নামেন্টগুলিতে দারুণ পারফর্ম করবে। আর অনুষ্কার সঙ্গে কান ফিল্ম ফেস্টিভ্যালে ওঁর যাওয়া নিয়েও আলোচনা হয়েছে।'

আর এই ট্যুইটই উস্কে দিয়েছে অনুষ্কার কানে যাওয়ার জল্পনা। ছবিতে ভারতীয় মহিলাদের সম্মান জানাতে এবার হাজির থাকবেন অনুষ্কা। এই রেড কার্পেটে থাকবেন হলিউড তারকা কেট উইন্সলেট (Kate Winslet)-ও। আর তাই, অনুষ্কার কান সফর নিয়ে উত্তেজিত অনুরাগীরা। এর আগে কানের রেড কার্পেট আলো করেছেন, ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), সোনম কপূর (Sonam Kapoor), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর মতো বলি তারকারা। নজর ছিল এই সমস্ত তারকাদের পোশাকের খুঁটিনাটি নিয়েও। তবে প্রথমবার কান-এর রেড কার্পেটে পা রাখছেন বলিউডের এই ডিভা। অনুষ্কার থেকেও চমকই প্রত্যাশা করছেন অনুরাগীরা। তবে কান ফিল্ম ফেস্টিভ্যাল সফর নিয়ে এখনও মুখ খোলেননি অনুষ্কা। 

সদ্য স্ত্রীয়ের সঙ্গে দিল্লি সফরের একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন বিরাট কোহলি। বিয়ের পর থেকে পাকাপাকিভাবে মুম্বইয়ে থাকেন বিরাট কোহলি (Virat Kohli)। সেখানে বিলাসবহুল বাড়ি কিনেছেন। স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) বলিউডের প্রথম সারির অভিনেত্রী। দুজনই সুবিধার জন্য মুম্বইয়ে থাকেন। কিন্তু তাই বলে দিল্লির জন্য আলাদা আবেগ থাকবে না কিংগ কোহলির!

দিল্লি যে এখনও তাঁর প্রাণের শহর, তা বুঝিয়ে দিলেন কোহলি। স্ত্রী অনুষ্কাকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন দিল্লি-দর্শনে। আইপিএল চলছে জোরকদমে। প্লে অফে ওঠার লড়াইয়ে রয়েছে সমস্ত দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকার জন্য লড়াই চালাচ্ছে। ৬ মে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের পরের ম্যাচ নয়াদিল্লিতে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচ খেলতে আগেভাগে রাজধানী শহরে পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলিরা। অনুষ্কার সঙ্গে দিল্লি সফরের সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন কোহলি