মুম্বই: সদ্য সবুজ শার্টে বিমানবন্দরে দেখা গিয়েছিল অভিনেত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)। আর স্ত্রীর হাত ধরে অবশ্যই পাশেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে কোথায় যাচ্ছেন তারকা দম্পতি, তা জানা যায়নি তখনও। পরে জানা যায়, ছুটি কাটাতে সপরিবারে মলদ্বীপে (Maldives) পাড়ি দিয়েছেন তাঁরা। সঙ্গে অবশ্যই রয়েছে ছোট্ট ভামিকাও।
এরপর সোশ্য়াল মিডিয়ায় স্টোরিতে একটি ছবি ভাগ করে নিয়েছেন অনুষ্কা। সেখানে দেখা যাচ্ছে, মলদ্বীপে একটি ছোট্ট স্ট্রোলারের ছবি শেয়ার করে নিয়েছেন অনুষ্কা। সেটি অবশ্যই ভামিকার। আর সেই সঙ্গে লেখা অনুষ্কার ক্যাপশানও মন জয় করেছে সবার। অনুষ্কা লিখেছেন, 'আমার সারা জীবন ধরে গোটা পৃথিবীতে তোমায় বয়ে নিয়ে যাব।'
আরও পড়ুন: Top Entertainment News Today: করোনামুক্ত শাহরুখ, জন্মদিনে নজরকাড়া সাজে সোনম, বিনোদনের সারাদিন
অনুষ্কার এই ছোট্ট স্টোরি মন জয় করেছে সবার। মাতৃত্বের স্নেহমাখা এই লাইন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর আগেও ছোট্ট ভামিকাকে নিয়ে সফরে বেরিয়েছেন অনুষ্কা-বিরাট। তবে তাঁরা ভামিকার ছবি প্রকাশ্যে আনেননি। তাঁদের মত, ভামিকা নিজের মুখ দেখানোর সিদ্ধান্ত নেবে নিজেই। সে কি চায় তা জানা প্রয়োজন। আর তাই যতদিন না নিজের বোধবুদ্ধি হচ্ছে, সন্তানকে লাইমলাইট থেকে সরিয়েই রাখতে চান অনুষ্কা।
আপাতত অনুষ্কা শর্মা ব্যস্ত ঝুলন গোস্বামীর বায়োপিক নিয়ে। 'চাকদহ এক্সপ্রেস' ছবির মুখ্যভূমিকায় রয়েছেন তিনি। সদ্য সোশ্য়াল মিডিয়ায় সেই প্রস্তুতির একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। চোখে চশমা, খেলার পোশাক। নেটে বোলিং-এর অনুশীলন করছেন তিনি। কে? নাহ, বিরাট কোহলি নন, তিনি বিরাট ঘরনি। অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস' ছবির জন্য আপাতত রূপোলি পর্দার নায়িকা অনুশীলন করছেন ২২ গজে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছিলেন নায়িকা। পর্দায় তাঁকে দেখা যাবে ফাস্টবোলার হিসাবে।
দীর্ঘ তিন বছর পর ফিরছেন বিরাট ঘরনি। গত বছরের শেষে শোনা গিয়েছিল প্রযোজক হিসাবে পরিচালক প্রসিত রায়ের এই প্রোজেক্টের পাশে থাকলেও অভিনয় করবেন না। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়ে অনুষ্কা জানিয়েছিলেন, ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকেই।