কলকাতা: অবশেষে করোনামুক্ত শাহরুখ খান (Shah Rukh Khan)। বৃহস্পতিবারই তিনি 'জওয়ান'-এর সহ-অভিনেত্রী নয়নতারার (Nayanthara) বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে যান মহাবলিপুরমে। মাতৃত্বকে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন অনিল কন্যা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের টুকরো ছবি ভাগ করে নেন তিনি। কিন্তু আজকের দিনটা একটু বিশেষ তাঁর জন্য। আজ জন্মদিন সোনম কপূরের (Sonam Kapoor)। আর তাই বিশেষ সাজ সাজলেন সোনম। সোশ্যাল মিডিয়ায় সাদা পোশাকে সোনমের সেই ছবি নজর কাড়ছে সবারই। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
সোনমের জন্মদিন
মাতৃত্বকে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন অনিল কন্যা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের টুকরো ছবি ভাগ করে নেন তিনি। কিন্তু আজকের দিনটা একটু বিশেষ তাঁর জন্য। আজ জন্মদিন সোনম কপূরের (Sonam Kapoor)। আর তাই বিশেষ সাজ সাজলেন সোনম। সোশ্যাল মিডিয়ায় সাদা পোশাকে সোনমের সেই ছবি নজর কাড়ছে সবারই। আজ সোশ্যাল মিডিয়ায় আবু জানি সন্দীপ খোসলার পোশাকে ছবি শেয়ার করে নিয়েছেন সোনম। সাদা পোশাকে অপূর্ব দেখাচ্ছে তাঁকে। অফ হোয়াইট মুক্তোরঙা গাউন পড়েছেন সোনম। তাঁর গাউনের অংশ ছড়িয়ে রয়েছে চারিদিকে। পুরো শরীর ঢাকা থাকলেও উন্মুক্ত তাঁর 'বেবিবাম্প' Baby Bump)। গোটা পোশাকে মুক্তোর কাজ। সোনমের চুলেও সাজেও ছিল চমক। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে সোনম লিখেছেন, 'মাতৃত্ব এবং জন্মদিনে আমি নিজের অনুভূতিকে আমার সাজের মধ্যে দিয়ে প্রকাশ করব ঠিক করেছিলাম। অন্তঃসত্তা এবং শক্তিশালী। আকর্ষণীয় এবং সুন্দর।'
করোনামুক্ত শাহরুখ
অবশেষে করোনামুক্ত শাহরুখ খান (Shah Rukh Khan)। বৃহস্পতিবারই তিনি 'জওয়ান'-এর সহ-অভিনেত্রী নয়নতারার (Nayanthara) বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে যান মহাবলিপুরমে । তামিল ছবির পরিচালক-প্রয়োজক ভিগনেশ শিবনের সঙ্গে সাঁতপাকে বাঁধা পড়ছেন দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী। দিনকয়েক আগেই করোনা আক্রান্ত হন বলিউডের বাদশা। সেই খবর পেয়ে ট্যুইট করে 'সুপারস্টার'-এর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। অবশেষে ভাইরাসমুক্ত কিং খান। সহ-অভিনেত্রীর বিয়েতে যোগ দিতে যাওয়ার জন্য নজরকাড়া সাজ দেখা যায় শাহরুখের গায়ে। তাঁর ম্যানেজার পূজা দাদলানি ইনস্টাগ্রামে অভিনেতার লুকের কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, "নয়নতারার বিশেষ দিনের জন্য।" ফিল্মমেকার অ্যাটলিও শাহরুখ খানের সঙ্গে ছবি শেয়ার করেছেন। ছবিতে অ্যাটলিকে শাহরুখ ও পূজার সঙ্গে দেখা যাচ্ছে। এদিকে শাহরুখের ছবিতে একের পর এক কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: Anindya Chatterjee Exclusive: 'কবীর সুমন আমার লেখা গান গেয়েছেন, এটাই প্রাপ্তি '
'ক্ষমতার অপব্যবহার', আদালতে অভিযোগ রোদ্দুর রায়ের আইনজীবীর
ইউটিউবার রোদ্দুর রায়কে (Roddur Roy) ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় এদিন। আদালতের তাঁকে নিয়ে শুনানির সময় তীব্র বাদানুবাদে জড়ালেন দুই পক্ষের আইনজীবীরা। রোদ্দুর রায়ের আইনজীবী তুললেন ক্ষমতার অপব্যবহারের দাবি। অপরদিকে, সরকারি আইনজীবীর যুক্তি বাকস্বাধীনতার নামে এমন কিছু বলা যায় না যাতে অন্য কেউ আঘাত পান। দুই পক্ষের সওয়াল জবাব শুনে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন আক্রমণের জেরে আগামী ১৪ জুন পর্যন্ত ইউটিউবার রোদ্দুর রায়কে পুলিশ হেফাজত দিয়েছে আদালত। 'ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে'। 'যাঁর নামে বলেছেন, তিনি অভিযোগ করেননি'। ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে রোদ্দুর রায়ে জামিন চেয়ে এমনই মন্তব্য করলেন রোদ্দুর রায়ের আইনজীবীর। যার তীব্র বিরোধ করে ইউটিউবার রোদ্দুর রায় (Youtuver Roddur Roy) পুলিশি হেফাজত চান সরকারি আইনজীবী। তাঁর দাবি, বাকস্বাধীনতার নামে এমন কিছু বলা যায় না যাতে অন্য কেউ আঘাত পান। রোদ্দুর রায় ঠিক কী বলেছেন তার সব নথি পেন ড্রাইভে রয়েছে বলে জানিয়ে সেটি আদালতের কাছে পেশও করতে চান তিনি। দুই পক্ষের আইনজীবীদের মধ্যে গোটা পর্বে তীব্র বাদানুবাদ, হট্টগোল হয়। গোটা পর্বের মাঝে অবশ্য রোদ্দুর রায় কোনও কথা বলেননি।
ক্যানসারে আক্রান্ত মহিমা চৌধুরী
১৯৯৭ সালে 'পরদেশ' (Pardesh) ছবি দিয়ে নজরে আসেন বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী (Mahima Chaudhry)। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেন। সদ্যই জানা গেল, ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। স্তন ক্যানসার ধরা পড়েছে তাঁর। সম্প্রতি বলিউডের আর এক জনপ্রিয় তারকা অনুপম খের তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মহিমা চৌধুরীর ক্যানসারের (Cancer) সঙ্গে লড়াইয়ের গল্প শেয়ার করলেন।
রাকেশ-শমিতার সম্পর্কে ভাঙন?
জল্পনা চলছিল দীর্ঘদিন ধরে। আগেও শোনা গিয়েছিল বলিউড তারকা শমিতা শেট্টি (Shamita Shetty) এবং রাকেশ বাপাতের (Raqesh Bapat) মধ্যে সম্পর্ক ছেদ হয়ে গিয়েছে। যদিও সে সময়ে তাঁরা যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে, তাঁদের মধ্যে সম্পর্ক ঠিক রয়েছে। এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন অনুরাগীদের। সে সময়ে তাঁরা বলেন, 'সকলের কাছে অনুরোধ জানাব যে, আমাদের সম্পর্ক সম্বন্ধে কোনওরকম গুজবে কান দেবেন না। এই খবরের কোনও সত্যতা নেই। প্রত্যেককে ভালোবাসা ও আলো।' ফের সেই গুঞ্জন শোনা যাচ্ছে। এবার জানা গিয়েছে, দুজন দুজনের প্রতি সম্মান জানিয়েই প্রেমের সম্পর্কে ইতি টানলেন তাঁরা। সম্প্রতি বিনোদন জগতের জনপ্রিয় এক পোর্টালের পক্ষ থেকে খবর প্রকাশ করা হয়েছে যে, 'শমিতা শেট্টি এবং রাকেশ বাপাত অবশেষে তাঁদের প্রেমের সম্পর্কে ইতি টানলেন। দুজনেই নিজেদের মধ্যেই বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবেন। কিন্তু প্রেমের সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাবেন না তাঁরা'। যদিও এই খবর সম্পর্কে এখনও মুখ খোলেননি শমিতা কিংবা রাকেশ। প্রসঙ্গত, সম্প্রতি একটি মিউজিক ভিডিওর জন্য একসঙ্গে শ্যুটিং করছিলেন তাঁরা। যা মুক্তি পাবে শীঘ্রই। 'বিগ বস'-এর ঘর থেকে বেরনোর পর ফের পর্দায় রাকেশ - শমিতার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার অপেক্ষায় দর্শকেরা।