মুম্বই: একটি প্রথম সারির বাংলা দৈনিকের বিরুদ্ধে ভুয়ো সাক্ষাৎকার ছাপার অভিযোগ তুললেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। ওই প্রকাশিত সাক্ষাৎকারের কাট-আউটের ছবি দিয়ে টুইটারে উগরে দিয়েছেন ক্ষোভ।
অনুষ্কার দাবি, ওই সংবাদপত্রটি কাল্পনিক সাক্ষাৎকার ছেপেছে। অথচ, তার সঙ্গে ব্যবহার করা হয়েছে তাঁর এবং বিরাটের দক্ষিণ আফ্রিকা সফরের ছবি। অভিনেত্রী আরও জানান, তিনি কোনও সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেননি।
টুইটারে তিনি বলেন, আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে, ব্যক্তিগত জীবন সম্পর্কে ওই সংবাদপত্র বা অন্য কোথাও কোনও সাক্ষাৎকার দিইনি। এর থেকে বোঝা যাচ্ছে, কীভাবে আপনার রং চড়িয়ে ব্যক্তিগত জীবনকে পেশ করা হয়।