মুম্বই: গতকাল আন্তর্জাতিক মহিলা দিবসে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ মহিলাদের সম্মান, ক্ষমতায়নের পক্ষে মতপ্রকাশ করেন। বলিউড তারকারাও পিছিয়ে ছিলেন না। অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুষ্কা শর্মা, বরুণ ধবন, রামগোপাল বর্মা সহ অনেকেই এই দিনটির গুরুত্বের কথা উল্লেখ করেন। তবে রণবীর সিংহ সবার চেয়ে আলাদাভাবে এই দিনটি পালন করলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।



প্রিয়ঙ্কা জানিয়েছেন, আন্তর্জাতিক মহিলা দিবসের মধ্যরাতে তিনি রণবীরকে ভিডিও কল করেন। তিনি এই দিনটির বিষয়ে রণবীরের মতামত জানতে চান। জবাব শুনে চমকে যান প্রিয়ঙ্কা। রণবীর তাঁকে বলেন, ‘আমি এই বিশেষ দিনটিতে সবুজ স্কার্ট পরছি। সব পুরুষেরই এই দিনটিতে স্কার্ট পরা উচিত।’

এই ভিডিও কলে প্রিয়ঙ্কাকে ভারতে ফিরে এসে আরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করার অনুরোধ জানান রণবীর। জবাবে প্রিয়ঙ্কা বলেন, সেটা হওয়া প্রায় নিশ্চিত।