মুম্বই: অনুষ্কা শর্মা ঘোষিত পশুপ্রেমী। দীপাবলীতে প্রচণ্ড শব্দে কুকুরদের যেন সমস্যা না হয়, তা নিয়ে টুইট করেন, আবার মুম্বইয়ের রাস্তায় ঘোড়ার মাল টানা নিয়েও তিনি উদ্বিগ্ন। এখন আবার মাছ মাংস ছেড়ে দিয়েছেন, খাচ্ছেন নিরামিষ। তাঁর এই উদ্যোগকে এবার সম্মানিত করল পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট ফর অ্যানিম্যালস বা পেটা। পার্সন অফ দ্য ইয়ার হিসেবে অনুষ্কাকে বেছে নিল তারা।


পেটা বলেছে, অনুষ্কা যেভাবে মাছ মাংসের বদলে শাকসবজি খেয়েও সুন্দর স্বাস্থ্য বজায় রেখেছেন, তা প্রত্যেকের অনুসরণ করা উচিত। তা ছাড়া আশপাশের জীবজন্তুর সঙ্কটের মুহূর্তে তাদের হয়ে মুখ খোলেন তিনি, জন্তুদের সাহায্যের নতুন নতুন উপায় খোঁজেন।

এর আগে ২০১৫-য় পেটা-র হটেস্ট ভেজিটেরিয়ান সেলিব্রিটি হিসেবে চিহ্নিত হন অনুষ্কা। জীবজন্তুদের প্রতি তাঁর দায়বদ্ধতার স্মারক হিসেবে তিনি চালু করেছেন নিজস্ব পোশাকের সম্ভার নুষ, যাতে জীবজন্তুর কোনও কিছু ব্যবহার করা হয় না। পশুদের একটি আশ্রয়স্থল ঘুরে দেখে এসেছেন, সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নিরন্তর প্রচারও করেন। একটি কুকুরকেও দত্তক নিয়েছেন বিরাট কোহলির সদ্য বিবাহিতা স্ত্রী, নাম রেখেছেন ডিউড।