মুম্বই: বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) নানা প্রতিভার অধিকারী। এবার অন্য রূপে দেখা গেল তাঁকে। রবিবার সকাল হতেই তুলি হাতে নেমে পড়েছেন। কাগজ আর তুলি নিয়ে ছবি আঁকতে শুরু করেছেন। আর সেই ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। অনুষ্কা শর্মার পোস্ট করা ছবি আঁকার সেই ভিডিওতে একাধিক নেট নাগরিক কমেন্ট করেছেন 'মজনু ভাই' (Majnu Bhai) বলে।


আরও পড়ুন - Mann Ki Baat: 'মন কি বাত'-এ কিলি পল-নিমা পলদের তুলনা টেনে দেশের উদ্দেশে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?


এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ভিডিওতে দেখা যাচ্ছে, প্যালেট হাতে ছবি আঁকছেন তিনি। কোথাও ভালোবাসার চিহ্ন এঁকেছেন। আবার কোথাও তুলি দিয়ে 'প্যাক আপ' লিখেছেন। একটি হাসিমুখের ছবিও আঁকে দেখা যায় তাঁকে। অনুষ্কা শর্মার পোস্ট করা এই ভিডিও দেখে হাসি চেপে রাখতে পারেননি নেট নাগরিকরা। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা তাঁকে কমেন্ট করেছেন। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'জুরি বি লাইক। বাহ বাহ বাহ। কী অসাধারণ। এটা তো মজনু ভাইয়ের থেকেও সুন্দর।' আবার কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'মজনু ভাইকেও এই প্রতিযোগিতায় নেওয়া হোক।' নেট নাগরিকদের সকালটা এভাবেই জমিয়ে দিলেন অনুষ্কা শর্মা।



প্রসঙ্গত, দীর্ঘ তিন বছর পর ফিরছেন বিরাট ঘরনি। গত বছরের শেষে শোনা গিয়েছিল প্রযোজক হিসাবে পরিচালক প্রসিত রায়ের এই প্রোজেক্টের পাশে থাকলেও অভিনয় করবেন না। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়ে অনুষ্কা জানিয়েছিলেন, ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকেই। ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস' ছবির জন্য আপাতত রূপোলি পর্দার নায়িকা অনুশীলন করছেন ২২ গজে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন নায়িকা। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর শেষ ছবি ‘জিরো’। গত বছর জানুয়ারিতে মা হন তিনি। আগামী সপ্তাহেই এক বছর পূর্ণ করবে ভামিকা। অবশেষে মেয়েকে সামলে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফেরার পালা অনুষ্কার।