এখন থেকেই নিজের চেয়ে সন্তানকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছি, বলছেন অনুষ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Dec 2020 12:07 AM (IST)
Anushka Sharma to be mom next month. | আগামী মাসে মা হতে চলেছেন অনুষ্কা।
নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মা হতে চলেছেন অভিনেত্রী তথা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। তবে এই অবস্থাতেও তিনি কাজ থেকে দূরে থাকছেন না। গত মাসে তাঁকে একাধিক বিজ্ঞাপনের শ্যুটিংয়ে দেখা গিয়েছিল। এবার ইনস্টাগ্রামে একটি বিজ্ঞাপনের দৃশ্য শেয়ার করেছেন অনুষ্কা। সেটি গর্ভাবস্থা যাচাই করার একটি কিটের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে অনুষ্কাকে বরাবরের মতোই সুন্দর লাগছে। অন্তঃসত্ত্বা হওয়ার পর জীবন কতটা বদলে গিয়েছে, এই বিজ্ঞাপনে সেটাই বলতে শোনা গিয়েছে অনুষ্কাকে। এই অভিনেত্রী জানিয়েছেন, ‘আমার গর্ভের সন্তান যখন পা দিয়ে আঘাত করে, তখন আমি গান শুনি। আমি বুঝতে পারি, সন্তানের খিদে পেয়েছে। আমি এখন থেকেই নিজের চেয়ে সন্তানের চাহিদাকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছি। আমার মা বলতেন, নিজে মা হলে নিঃস্বার্থ ভালবাসা কাকে বলে সেটা বুঝতে পারবি। মায়ের সেই কথার মর্ম এখন বুঝতে পারছি। এই অনুভূতি অসাধারণ। দুটো গোলাপি দাগ কীভাবে জীবন বদলে দিতে পারে?’ ২০১৭ সালে বিয়ে হয় বিরাট-অনুষ্কার। কয়েকদিন আগেই তাঁরা তৃতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন। আগামী মাসে তাঁদের প্রথম সন্তান ভূমিষ্ট হতে চলেছে। সেই সময় স্ত্রীর পাশে থাকার জন্য পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই দেশে ফিরে আসছেন ভারতীয় দলের অধিনায়ক।