বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্কা সম্ভবত কোনও সিনেমার শ্যুটিংয়ের জন্য গিয়েছেন। এ বিষয়ে অবশ্য কোনও তথ্য এখনও জানা যায়নি। তবে মনে হচ্ছে, কাজের ফাঁকে এই সফরের মজা উপভোগ করছেন অনুষ্কা। তিনি ব্রাসেলসের রাস্তায় সূর্যাস্তের একটি ছবি শেয়ার করেছেন। রাস্তায় কালো ট্রাউজার ও ডেনিম জ্যাকেটে এই ছবি পোস্ট করে অনুষ্কা ক্যাপশনে লিখেছেন-শাইনিং।
তিনি আরও একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাঁকে শ্যুটিংয়ের জন্য প্রস্তুতি নিতে দেখা গিয়েছে।