দেশের হয়ে খেলা আইপিএলের চেয়ে আলাদা, রাসেলদের উপর অন্যরকম চাপ থাকবে, বলছেন চাহল
Web Desk, ABP Ananda | 24 Jun 2019 12:43 PM (IST)
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত।
সাউদাম্পটন: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল সহ মারকুটে ব্যাটসম্যানরা চাপে থাকবেন বলেই মনে করছেন যুজবেন্দ্র চাহল। এই লেগস্পিনার বলেছেন, ‘দেশের হয়ে খেলা আইপিএলের চেয়ে আলাদা। আমাদের মতোই ওদের উপরেও ম্যাচ জেতার চাপ থাকবে। ওরা জয়ের জন্য মরিয়া থাকবে। ওরা ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করছে। তাই পরিবেশ-পরিস্থিতি অন্যরকম থাকবে।’ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। ৬ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৮ নম্বরে রাসেলরা। অন্যদিকে, ভারতীয় দল ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেই ভারতের সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে। এই ম্যাচের আগে চাহল বলেছেন, ‘চারজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর যদি রাসেল ব্যাট করতে নামে, তাহলে ও বুঝতে পারবে, ওকে ক্রিজে টিকে থাকতে হবে। আমাদেরও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল বদল করতে হবে।’ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে চাহল বলেছেন, ‘এবারের বিশ্বকাপে এই প্রথম আমরা ২৩০-এর কম রান করলাম। এর কয়েকটি নেতিবাচক এবং কিছু ইতিবাচক দিক আছে। এই ধরনের ম্যাচ জিততে পারলে আত্মবিশ্বাস বেড়ে যায়। তখন মনে হয়, আড়াইশোর কম রান করেও আমরা ম্যাচ জিততে পারি।’ কেদার যাদবের প্রশংসা করে চাহল বলেছেন, ‘ঘূর্ণি পিচে কেদার যেভাবে ব্যাটিং করেছে, সেটা ইতিবাচক দিক। শুরুতে আমরা ২৭০-এর কাছাকাছি রান করার আশা করেছিলাম। কিন্তু আফগানিস্তান ভাল বোলিং করে। ফলে আমাদের রান কমে যায়। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল, ৩০ রান কম হলেও জিতে যাব।’