নয়াদিল্লি: বিয়ে করবেন অবশ্যই, তবে কবে করবেন জানেন না। এ নিয়ে এখনও ভাবনাচিন্তা শুরুই করেননি। বললেন অনুষ্কা শর্মা। ‘এনএইচ টেন’-এর অভিনেত্রী জানিয়েছেন, জীবনে সব কিছুই খুব স্বাভাবিকভাবে করেছেন তিনি। তাই বিয়েও করবেন। কবে করবেন, প্রশ্ন সেটাই।

বয়ফ্রেন্ড বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক কিছুদিনের জন্য ভেঙে যায়। তারপর আবার তা জোড়া লেগেছে। নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখাও গেছে দু’জনকে। কিন্তু এই মুহূর্তে সংসার নয়, নিজের কেরিয়ারে মনোযোগী হতে চান অনুষ্কা। তবে তাঁর মতে, বলিউড বিবাহিত নায়িকাদের নিয়ে অনেক বেশি ছবি করছে এখন। আগে যা ভাবা যেত না। বিয়ের পর তো বটেই, বাচ্চা হয়ে যাওয়ার পরেও নায়িকারা আগের মতই ব্যস্ততায় কাজ করছেন এখনও। অতএব, পরিবর্তন আসছে।

বিয়ের পর কাজ চালিয়ে যেতে চান অনুষ্কা নিজেও। কারণ সেটাই স্বাভাবিক। লোকে যখন বলে, অভিনেত্রীদের টিকে থাকার সময় অল্প, তা তাঁর ভাল লাগে না।

দেশে ডিভোর্স বেড়ে চলার কারণ হিসেবে অনুষ্কা মনে করেন, সময় বদলানোর সঙ্গে সঙ্গে মেয়েরা বন্ধনমুক্তি চাইছেন। তাঁর কথায়, তিনি বিশ্বাস করেন, বিয়ে জীবনে একবারই হয়, আর তা টিকিয়ে রাখার দায়িত্ব আপনার। কিন্তু যেভাবে দেশে ডিভোর্স বাড়ছে, তাঁর ধারণা, মহিলাদের মধ্যে পরিবর্তন আসাই এর কারণ। মেয়েদের মানসিকতা বদলাচ্ছে, আগে পুরুষের সঙ্গে তাঁরা যে সম্পর্কে অভ্যস্ত ছিলেন, বদলাচ্ছে তাও। মেয়েরা এখন আর্থিকভাবে স্বাধীন, জীবনে নিরাপত্তার জন্য কোনও পুরুষ তাঁদের প্রয়োজন নেই। জীবনে এমন কাউকে তাঁরা পেতে চাইছেন, যে তাঁদের যোগ্য। তবে বিয়ে টিকিয়ে রাখতে টানা প্রচেষ্টা প্রয়োজন। আন্তরিক না হলে কোনও সম্পর্ক বাঁচানোই সম্ভব নয়।

ব্যক্তিগত জীবনকে গোপন রাখার পক্ষপাতী অনুষ্কা। তবে জানাচ্ছেন, বন্ধু করতে সময় লাগে না তাঁর। বলিউডে রণবীর কপূরকে নিজের প্রিয় বন্ধু বলে জানিয়েছেন তিনি।