প্রকাশ পেল ‘পরী’-র নতুন পোস্টার, অনুষ্কাকে দেখে আপনিও ভয় পেতে বাধ্য...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Feb 2018 09:34 PM (IST)
1
ছবিটি মুক্তি পাচ্ছে ২ মার্চ।
2
এখানে বলে রাখা প্রয়োজন, ‘ফিল্লৌরি’ এবং ‘এনএইচ ১০’ ছবির পর ‘পরী’ হল তৃতীয় ছবি যা অনুষ্কা প্রযোজনা করেছেন।
3
অনুষ্কার এই ছবি দেখে শুধুমাত্র দর্শকরা নন, খোদ বলিউড অভিনেতা রণবীর সিংহও ভয় পেয়েছেন।
4
ছবির টিজার বুধবার মুক্তি পেয়েছে।
5
বিরাট কোহলির সঙ্গে বিয়ে হওয়ার পর এটাই অনুষ্কার প্রথম ছবি। দোলের সময় এই ছবিটি মুক্তি পাবে।
6
আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘পরী’-র ট্রেলার।
7
অনুষ্কা নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন। এই টিজারে অনুষ্কাকে দেখে আপনার ভয় লাগবেই।
8
এই পোস্টারে বলিউড অভিনেত্রী অনুষ্কাকে দেখা যাচ্ছে গা ছমছমে লুকে।
9
এই পোস্টারে অনুষ্কার পাশাপাশি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে।
10
তাঁর অভিনীত আসন্ন ছবি ‘পরী’-র নতুন পোস্টার সম্প্রতী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন অনুষ্কা শর্মা।