তাহলে এভাবে জন্মদিন নিজের পালন করলেন শার্লিন চোপড়া!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Feb 2018 06:18 PM (IST)
1
শার্লিনের শেষ ছবি ‘বজহ তুম হো’। তিনি বিগ বস-এর তৃতীয় সিজনেও ছিলেন।
2
বলে দেওয়া দরকার, ইনস্টাগ্রামে শার্লিনের ফলোয়ার সংখ্যা প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার। শার্লিন এমটিভির জনপ্রিয় স্প্লিটসভিলা-তেও ছিলেন।
3
২০১৪ সালে ছবির পরিচালক রূপেশ পাল ও শার্লিনের মধ্যে ঝগড়া হয়েছিল বলে শোনা যায়। সেই ঝগড়ার কারণ নিয়েও শার্লিন শিরোনামে চলে এসেছিলেন।
4
ওই ছবিতে অভিনয়ের সুবাদে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন শার্লিন, যাঁর আসল নাম মোনা চোপড়া।
5
ইনস্টাগ্রামে নিজের জন্মদিন পালনের ছবি পোস্ট করলেন ‘কামসূত্র-৩ডি’ অভিনেত্রী শার্লিন চোপড়া।