শাড়িতে মোহময়ী 'বাহুবলী'-র 'দেবসেনা'
দেখুন অনুষ্কা শেঠ্ঠির আরও কয়েকটি ছবি
বাহুবলী সিনেমার পর তাঁর ফলোয়ার সংখ্যা লাফিয়ে বেড়েছে।
আদতে অনুষ্কা শেঠ্ঠি দারুন গ্ল্যামারাস। তাঁর হট ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।
বাহুবলী-তে রাজকন্যার ভূমিকায় শাড়ি ও লেহেঙ্গাতে নজরকাড়া দেখিয়েছিল তাঁকে।
অথচ এই অনুষ্কাই বাহুবলী সিনেমার জন্য যখন ফটোশ্যুট করেছিলেন, তখন প্রথমে তা পছন্দ হয়নি পরিচালকের। তাই দ্বিতীয়বার ফটোশ্যুট করতে হয়েছিল তাঁকে।
অভিনয়ে তিনি তো মুগ্ধ করেইছেন। তাঁর সৌন্দর্যও প্রশংসিত হয়েছে।
বাহুবলী সিনেমার দৌলতে অনুষ্কা এখন দারুন জনপ্রিয়।
ছবিগুলি দেখে মনে হয়, শাড়ি পরতে তিনি খুব পছন্দ করেন।
শাড়িতে বেশ কিছু ফটোশ্যুটও করেছেন অনুষ্কা।
কোনও ছবিতে তিনি উচ্ছ্বল, আবার কোনও ছবিতে তাঁর চোখে উদাসী মায়া।
ইন্সটাগ্রামে অনুষ্কার এই শাড়ি পরা ছবি অনেক রয়েছে।
শাড়ি পরে এই নানা ভঙ্গিমায় অনুষ্কা সবার নজর কেড়েছেন।
দেখুন অনুষ্কাকে একটু অন্য রূপে। শাড়িতে কতটা মোহময়ী অনুষ্কা, তা এই ছবিগুলিতেই স্পষ্ট।
সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই অনুরাগীদের জন্য ছবি পোস্ট করেন অনুষ্কা।
পর্দার বাইরে অনুষ্কা শেঠ্ঠি অন্যরকম।
সিনেমায় তাঁর অভিনয় সমালোচক ও দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে।
রাজকুমারী তথা বাহুবলীর স্ত্রীর চরিত্রটি অনবদ্যভাবে পর্দায় তুলে ধরেছেন অনুষ্কা।
এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ২’ বক্সঅফিসে আলোড়ন ফেলেছে। কোটি কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। প্রভাস অভিনীত এই সিনেমায় অনুষ্কা শেঠ্ঠি ‘দেবসেনা’র ভূমিকায় অভিনয় করেছেন।