মুম্বই: রুপোলি পর্দার স্বপ্নের জুটি ‘বাহুবলী’ আর ‘দেবসেনা’ কি শেষপর্যন্ত বাস্তবে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন না? ‘দেবসেনা’ অনুষ্কা শেট্টি অন্তত তেমনই বলছেন। তাঁর বক্তব্য, ‘আমি আর প্রভাস ভাল বন্ধু। কিন্তু আমরা বিয়ে করছি না। আমার এখনই বিয়ে করার কোনও ইচ্ছা নেই। বিয়ে করার মতো কাউকে পেলে তখনই ভাবব।’
বেশ কিছুদিন ধরেই প্রভাসের সঙ্গে অনুষ্কার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। প্রভাসও অনুষ্কার মতোই দাবি করেছেন, তাঁরা শুধুই বন্ধু। তবে তাতেও তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা থামেনি। কয়েকদিন আগেই প্রভাষের কাকা কৃষ্ণম রাজু বলেছেন, এ বছরই বিয়ে করবেন তাঁর ভাইপো। যদিও পাত্রী কে, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি রাজু। এখন অনুষ্কার দাবি যদি সত্যি হয়, তাহলে তাঁদের ভক্তরা হতাশ হবেন।
প্রভাষ ভাল বন্ধু, কিন্তু ওকে বিয়ে করছি না, জানালেন অনুষ্কা শেট্টি
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jan 2018 02:10 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -