নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি টেস্টে হারের পর সমালোচনার মুখে পড়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ প্রশ্ন তুলেছেন তাঁর নেতৃত্ব নিয়ে। এবার ভারতীয় দলের প্রাক্তন মারকুটে ওপেনার বীরেন্দ্র সহবাগও খোঁচা দিলেন কোহলিকে। বললেন, দলে এখন এমন কেউ নেই যে মাঠে কোহলির মুখের ওপর তার ভুলগুলো ধরিয়ে দিতে পারবে। উল্লেখ্য, এর আগে দল বাছাই নিয়ে ভারতীয় অধিনায়কের সমালোচনা করেছিলেন সহবাগ।এবার তিনি বলেছেন, দলে এমন কাউকে দরকার যে মাঠে কোহলির ভুলত্রুটি গুলো দেখিয়ে দিতে পারবে।
প্রত্যেক দলেই চার-পাঁচ জন খেলোয়াড় থাকে যারা অধিনায়ককে পরামর্শ দেয় এবং মাঠে ভুল সিদ্ধান্ত এড়াতে সাহায্য করে। কিন্তু বর্তমান ভারতীয় দলে তা দেখা যাচ্ছে না।
একটি টেলিভিশন অনুষ্ঠানে বীরু বলেছেন, দলে এমন কেউ নেই যে ড্রেসিংরুমে কোহলির দল বাছাইয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে। ওর মানের কোনও খেলোয়াড়ই নেই দলে।
অন্যান্য প্লেয়ারদের কাছ থেকে প্রত্যাশা কোহলির অধিনায়কত্বকে প্রভাবিত করছে বলেও মন্তব্য করেছেন সহবাগ। তিনি বলেছেন, কোহলি এমন একটা উচ্চতায় পৌঁছে গিয়েছে যে প্রতিকূল পরিস্থিতিতেও খেলে দিতে পারে এবং ও দলের বাকি সদস্যদের কাছেও তাই-ই আশা করে। কিন্তু স্কোয়াডের অন্যান্য খেলোয়াড়রা কোহলির পর্যায়ে পৌঁছতে পারেনি। এটাই কোহলির অধিনায়কত্বকে প্রভাবিত করছে।
সহবাগ মনে করছেন, 'কোহলি চান দলের অন্যান্য খেলোয়াড়রাও ভয়ডরহীন ক্রিকেট খেলুক। কোহলি অন্যান্যদের কাছে রান চাইছে। এতে ভুল কিছু নেই। আমার মনে আছে, যখন সচিন তেন্ডুলকর অধিনায়ক ছিলেন, তখন তিনিও ব্যাটসম্যানদের রান করতে বলতেন। আমি যদি পারি, তাহলে তোমরা পারবে না কেন?'
বীরু বলেছেন, কোচ রবি শাস্ত্রীর কাছ থেকে কোহলি পরামর্শ পাচ্ছেন। কিন্তু মাঠে হয়ত এই পরামর্শ কাজে লাগাতে পারছেন না।
সহবাগ বলেছেন, তৃতীয় টেস্টের জন্য একসঙ্গে বসে রণকৌশল স্থির করতে হবে। কোনও একজন খেলোয়াড় জয় এনে দিতে পারবে না। টিম ওয়ার্কটা খুবই জরুরি। প্রত্যেক প্লেয়ারকেই ভূমিকা নিতে হবে।
দলে কোহলির ভুল ধরিয়ে দেওয়ার কেউ নেই, বললেন বীরেন্দ্র সহবাগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2018 10:53 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -