কলকাতা: বিরল এক রোগে আক্রান্ত দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টি (Anushka Shetty)। রোগ বললেই অনেকেরই মনে হতে পারে তাঁর শারীরিক কোনও সমস্যা হচ্ছে। কিন্তু তা নয়, অনুষ্কার সমস্যা নাকি তাঁর নিজেরই হাসিকান্না নিয়ে!
অনেকের কাছেই এই রোগটি বেশ নতুন। এই রোগটির নাম 'সিনড্রম অফ লাফিং ডিজ়িজ়'। এই রোগের সমস্যা হল, একবার হাসি শুরু করলে নাকি হাসি থামানো যায় না। 'বাহুবলী' অভিনেত্রী সদ্য নিজের মুখেই স্বীকার করেছেন নিজের এই সমস্যার কথা। তিনি নাকি একবার হাসতে শুরু করলে তা থামাতে পারেন না সহজে। অন্তত ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হাসি থামাতে পারেন না অভিনেত্রী। এটাই তাঁর মূল সমস্যা।
অভিনেত্রীর কথায়, 'আমি একবার হাসতে শুরু করলে আর হাসি থামাতে পারি না। টানা ১৫-২০ মিনিট হেসে যাই। অনেকের হয়তো মনে হবে হাসিটা কী আদৌ কোনও সমস্যা? হ্যাঁ, এটাই আমার সমস্যা। কখনও কোনও হাসির দৃশ্য দেখলে আমি হাসি থামাতে পারি না। এমনও হয়েছে যে শ্যুটিং ফ্লোরে হাসির কিছু ঘটেছে আর আমি হাসতে শুরু করেছি। শেষ পর্যন্ত গড়াগড়ি খেয়েছি ফ্লোরে। আমার এই সমস্যার জন্য শ্যুটিংও থামাতে হয়েছে অনেকবার।'
অনুষ্কার এই রোগকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে, 'সিউডোবালবার এফেক্ট'। বিভিন্ন কারণে হতে পারে এই রোগ। সাধারণত নিউরোলজিক্যাল কোনওরকম ডিজ়অর্ডার থেকে এই রোগ হতে পারে। এই রোগে আক্রান্ত মানুষদের হাসি বা কান্নার প্রকাশ হয় খুব বেশি। একবার হাসি বা কান্না শুরু করলে তাঁরা সেটা সহজে থামাতে পারেন না। এমনকি সামান্য, তুচ্ছ কোনও কারণ হলেও সেই রোগী হাসতে থাকেন বা কাঁদতে শুরু করেন। যেটা সহজে থামানো যায় না।
প্রসঙ্গত, এই রোগের সঙ্গে মানসিক রোগের কোনও সমস্যা নেই। এর ফলে, যাঁরা এই রোগের শিকার, তাঁদের মানসিক রোগী বলা যায় না কখনোই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।