মুম্বই: আজই পর্দায় মুক্তি পেল অনুষ্কা শর্মা-বরুণ ধওয়ান অভিনীত ছবি ‘সুই ধাগা-মেড ইন ইন্ডিয়া’। গতকাল ছবির বিশেষ স্ক্রিনিংয়ে অনুষ্কার সঙ্গে হাজির ছিলেন বিরাট। ছবি দেখার পর অনুষ্কার অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসায় বিরাট। শুধু প্রশংসা নয়, নিজের জীবনের ‘ভালবাসার’ জন্যে গর্ববোধও করেন কোহলি।
ছবি দেখে টুইটে বিরাটের প্রতিক্রিয়া, তিনি এরমধ্যই ছবিটি দু দুবার দেখে ফেলেছেন। দ্বিতীয়বার দেখে তিনি কার্যত মুগ্ধ। ‘মৌজি’ হিসেবে বরুণ ধওয়ান অসাধারণ। কিন্তু মমতার চরিত্রটি, সমস্ত তুলনার উর্ধ্বে। কোহলির কথায় ছবির প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীই অসাধারণ। প্রত্যেকের দেখা উচিত এই ছবি।