দুবাই: আজ এশিয়া কাপের গ্র্যান্ড ফিনালে। দুবাইয়ে মুখোমুখি ভারত-বাংলাদেশ। বাইশ গজে দেখা যাবে কঠিন লড়াই। মাঠের ভেতর যখন চলবে হাড্ডাহাড্ডি লড়াই, তখন গ্যালারি থেকে ভারতের হয়ে গলা ফাটাবেন ভারতের প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের তিন তরুণ।




সাফাকত, তৈমুর এবং সলমন। তিন তরুণই পাকিস্তানের বাসিন্দা। তাঁরাই আজ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে সমর্থন করবেন। এই তিন তরুণ তুর্কিও পাকিস্তানে ক্রিকেট খেলেন। তাঁরা রোরিং লায়ন নামে একটি দলের সদস্য।

রোরিং লায়ন হচ্ছে সেই দল, যেখানে ৮ জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন এবং তিন জন পাকিস্তানি। রাজনীতির ময়দানে ভারত-পাক সম্পর্ক তিক্ত হলেও, সারা বছর এই তিন তরুণ রোরিং লায়নে ৮ ভারতীয়র সঙ্গে মিশেমিশেই খেলেন। তাই আজ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান যখন খেলছে না, তখন তাঁরা ভারতকেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন।

তাই রাজনীতির আঙিনায় ভারত-পাক সম্পর্ক যতই উত্তপ্ত হোক, দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে গ্যালারিতে দেখা যাবে ভারত-পাকিস্তানের সৌহার্দ্য।

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, আজকের ফাইনালে দেখা যাবে ২০১৬ সালের এশিয়া কাপ ফাইনালেরই অ্যাকশন রিপ্লে। চোট-সমস্যা সত্ত্বেও বুধবার দুর্ধর্ষ পারফরমেন্স দিয়ে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়েছে বাংলাদেশ। এদিকে ভারতও নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর। ফাইনালের আগে স্বপ্নের ফর্মে থাকা শিখর ধবনের হুঁশিয়ারি, আজ মাঠে লড়াইটা রীতিমত কড়া হবে। কাউকে ছেড়ে কথা বলা হবে না।