কলকাতা: বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে, বৃদ্ধি পায় পরিচিতিও। পেশার খাতিরে অনেকেই হয়ে ওঠেন চেনা মুখ। কিন্তু শিকড়কে ভুলতে পারেন না অনেকেই। আর তাই, অনেক তারকাই হামেশাই পৌঁছে যান স্কুলে, তুলে ধরেন ছোটবেলার বিভিন্ন অভিজ্ঞতার কথা। সদ্য শেষ হওয়া এই পথ যদি না শেষ হয় (Ai Poth Jodi Na Sesh Hoy)-এর অভিনেত্রী অন্বেষা হাজরা ওরফে ঊর্মি।                       


আজ সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার স্কুলজীবনের একটি ছবি ভাগ করে নিয়েছেন অন্বেষা। সেখানে, স্কুলের এক বয়স্ক দিদির সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছবিটি শেয়ার করে অন্বেষা লিখেছেন, "চিকেন পকোড়া টু চেরি কফ্” কিম্বা "মামা ভুজিয়া টু মুভ” ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই একজন মানুষই ভরসা ছিলেন। কনিকাদি। কনিকাদির হাত ধরে হস্টেল থেকে বেড়িয়ে মহুকুমা হাসপাতাল গেলেও মনে হত পার্কে বেড়াচ্ছি। আসলে আমাদের ওনার বকুনির ভয়ে কম শরীর খারাপ করত।'                                             


আরও পড়ুন: Riddhi Sen on Kaberi Antardhaan: 'বাবার অভিনয় দেখে আমি বাকরুদ্ধ'... 'কাবেরী অন্তর্ধান' দেখে দরাজ লেখনী ঋদ্ধির


এখানেই শেষ হয়। স্মৃতি উস্কে পর্দার ঊর্মি আরও লিখছেন, 'আজ প্রায় দশ বছর হয়ে গেল ওঁর সেই বিখ্যাত বকুনি খুব মনে পড়ে। আর সেদিনও প্রায় ১২ বছরের পুরনো অপরাধ আপনার কাছে স্বীকার করতে পারিনি। ক্লাস টেনে পড়ার সময় আমি, দাস, রিমা কুন্তলা এবং আরও কয়েক জন মিলে আমরা, আপনার অনুপস্থিতিতে "আম পারার লগা” দিয়ে আপনার ঘর থেকে কাচঘরের চাবি চুরি করে ছিলাম টিভি দেখব বলে। দুঃখিত।'                                                                                                                                                         


সদ্য অন্বেষার ধারাবাহিক শেষ হয়েছে। এখনও পর্যন্ত নতুন কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। 'এই পথ যদি না শেষ হয়'-তে বেশ জনপ্রিয় হয়েছিল এই ধারাবাহিক। অনুরাগীরা চাইছেন, খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে পর্দায় ফিরুক অন্বেষা।