মুম্বই: বলিউডে কঙ্গনা রানাউতের সাম্প্রতিকতম বেশ কিছু সাক্ষাত্কার থেকে একটি বিষয় পরিষ্কার, ইন্ডাস্ট্রিতে তাঁর এখন বহু শত্রু। পরিচালক-প্রযোজক কর্ণ জোহর থেকে শুরু করে অভিনেতা হৃত্বিক রোশন, আদিত্য পাঞ্চোলি এবং আরও অনেকে। অনেকেই আবার সামনাসামনি কটাক্ষ না করলেও, পরোক্ষে তাঁকে আক্রমণ করতে ছাড়চ্ছেন না। এমন সময়ই তাঁর পাশে এসে দাঁড়ালেন পরিচালক বিশাল ভরদ্বাজ। বিশালের কথায়, কঙ্গনার জায়গায় এখানে যদি অন্য কোনও অভিনেত্রী বা অভিনেতা থাকতেন, তাহলে তাঁরা বহু আগেই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতেন। লড়াইটা খুবই কঠিন। কিন্তু কঙ্গনার কঠিন মনোভাবের জন্যেই তিনি আজও লড়াই চালিয়ে যাচ্ছেন, প্রশংসা বিশালের।

বিশালের ছবি ‘রেঙ্গুনে’র প্রচারে কফি উইথ কর্ণ-এ এসেই প্রথম বলিউডে স্বজনপোষণের অস্তিত্ব নিয়ে মুখ খোলেন কঙ্গনা। সেসময় মোটেই তাঁর পাশে দাঁড়াননি, তার সহ অভিনেতা সেফ আলি খান এবং শাহিদ কপূর। উল্টে আইফা মঞ্চে কঙ্গনার স্বজনপোষণ মন্তব্যকে কটাক্ষ করে বরুণ ধওয়ান, কর্ণ এবং সেফ জঘন্য ঠাট্টা তামাশা করেন। সেসময় নেটিজেনরা কঙ্গনার পাশে দাঁড়ান। তারপর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও হৃত্বিক, কখনও আদিত্য পাঞ্চোলি, কখনও আবার অধ্যায়ন সুমনের মতো অনামী অভিনেতার থেকেও নানা বিতর্কিত আক্রমণের মুখে পড়তে হয় কুইন অফ বলিউডকে। কিন্তু কোনও কিছুই কমাতে পারেনি তাঁর কাজের প্রতি প্যাশনকে।

বিশালের কথায়, যখন সংবাদমাধ্যমে তোলপাড় তাঁর ব্যক্তি জীবন, তখনও একজন পেশাদার অভিনেতার মতো তিনি ‘রেঙ্গুন’-এর শ্যুটিংয়ে এসেছেন, কাজ করেছেন একাগ্রতার সঙ্গে। ছবিটি ফ্লপ করলেও, কঙ্গনার কাজ প্রশংসা পেয়েছিল যথেষ্ট।