কলকাতা: প্রত্যেক বছর জন্মদিন কাটে বন্ধুদের সঙ্গে, বাড়িতেই হয় আয়োজন। তবে এই বছর জন্মদিনটা একটু অন্যরকমভাবে কাটবে তাঁর। সদ্য শিবরাত্রির অনুষ্ঠান থেকে ফিরেছেন তিনি। এবার কলকাতার বাড়ি নয়, এই বছরের জন্মদিনটা অসুস্থ মায়ের সঙ্গে কাটাতে চান অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Addhya)।                                                                                                                   


সকালে ফোন তুলেই স্বভাবজাত ঝলমলে বার্থ ডে গার্ল, শুভেচ্ছার উত্তরে ফিরিয়ে দিলেন ভালবাসা। তারপর বললেন, 'প্রত্যেক বছর এই দিনটা বন্ধুরা বাড়িতে আসে। ছাদেই আয়োজন করা হয় ছোট্ট পার্টির। আনন্দে, মজায় খুব ভালই কাটে দিনটা। তবে এবার সেই পার্টিটা হবে না। আমি কাল রাতেই ফিরেছি এষা থেকে। আজ মায়ের কাছে যাব, হাওড়ায়। খুব অসুস্থ মা, শয্যাশায়ী। মায়ের সঙ্গে হয়তো এটাই আমার শেষ জন্মদিন।'                                                                                                                                                                 


আরও পড়ুন: Aparajita Addhya Birthday: ১৩ বছর বয়সেই নাচের শিক্ষিকা, সুমনা থেকে বদলে মা নাম রেখেছিলেন 'অপরাজিতা'


৯ নয়, সাড়ে সাত মাসেই জন্ম হয় অপরাজিতার। শাশ্বত চট্টোপাধ্যায়ের টিভি শো 'অপুর সংসার'-এ এসে অপরাজিতা বলেছিলেন, 'আমার মা তখন অন্তঃসত্ত্বা ছিলেন, সাড়ে সাত মাসের। বাবা বাড়িতে ছিলেন না। হঠাৎ একদিন মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়। মা বোঝেন হাসপাতালে যাওয়া প্রয়োজন। তখন এত ট্যাক্সির রমরমা ছিল মা। মা বাসে করে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনওমতে মেডিক্যাল কলেজে পৌঁছন। সঠিক চিকিৎসার আগেই জন্মগ্রহণ করি আমি। তারপরে সাড়ে ৩ মাসের লড়াই। বাঁচার জন্য। দিদা বলেছিলেন, মেয়ে হলে সুমনা নাম রাখতে। কারণ সে নাকি সুন্দর মনের হবে। সাড়ে ৩ মাসের লড়াইয়ের পরে যখন মা আমায় বাড়ি নিয়ে এলেন, তখন বললেন, এত লড়াই করে মেয়ে বেঁচেছে, ওর নাম হোক অপরাজিতা।'