কলকাতা: ছোটবেলায় নাম ছিল সুমনা, পরবর্তীকালে সেটা বদলে রাখা হয়েছিল অপরাজিতা। স্বাস্থ্যবতী বলে ছবি থেকে বাদ দিয়েছিলেন অনেক পরিচালক, তিনি ভেবেছিলেন, বড়পর্দা নেই, টেলিভিশনই তাঁর অভিনয়ের মাধ্যম হয়ে থাকবে। নাচ ভালবাসতেন, ১৩ বছর বয়সে প্রথম অভিনয় শুরু করেছিলেন নাচ দিয়েই। জন্ম থেকেই জীবনটা কার্যত যুদ্ধ ছিল তাঁর কাছে, আজ তিনি দর্শকদের ভালবাসা কেড়েছেন অভিনয় দক্ষতায়, ব্যবহারে। তিনি অপরাজিতা আঢ্য। আজ তাঁর জন্মদিন।
৯ নয়, সাড়ে সাত মাসেই জন্ম হয় অপরাজিতার। শাশ্বত চট্টোপাধ্যায়ের টিভি শো 'অপুর সংসার'-এ এসে অপরাজিতা বলেছিলেন, 'আমার মা তখন অন্তঃসত্ত্বা ছিলেন, সাড়ে সাত মাসের। বাবা বাড়িতে ছিলেন না। হঠাৎ একদিন মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়। মা বোঝেন হাসপাতালে যাওয়া প্রয়োজন। তখন এত ট্যাক্সির রমরমা ছিল মা। মা বাসে করে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনওমতে মেডিক্যাল কলেজে পৌঁছন। সঠিক চিকিৎসার আগেই জন্মগ্রহণ করি আমি। তারপরে সাড়ে ৩ মাসের লড়াই। বাঁচার জন্য। দিদা বলেছিলেন, মেয়ে হলে সুমনা নাম রাখতে। কারণ সে নাকি সুন্দর মনের হবে। সাড়ে ৩ মাসের লড়াইয়ের পরে যখন মা আমায় বাড়ি নিয়ে এলেন, তখন বললেন, এত লড়াই করে মেয়ে বেঁচেছে, ওর নাম হোক অপরাজিতা।'
আরও পড়ুন: Rupam Islam: 'এই প্রথম কেউ ভাবলেন, বাঙালি হিসেবে আমায় সম্মানিত করা যায়', আপ্লুত রূপম
জীবনটা নেহাৎ সহজ সরল খাতে বয়ে যায়নি অভিনেত্রীর। নাচ করতে ভালবাসতেন তিনি। যখন বয়স মাত্র ১৩, তখন পাড়ার এক দাদা তাঁকে গরীব শিশুদের নাচ শেখানোর দায়িত্ব দেন। বাড়িতে মায়ের কিছুটা আর্থিক সাহায্য হবে ভেবে রাজিও হয়ে যান অপরাজিতা। সেই শুরু। অভিনয়ের পাশাপাশি তাঁর একটি নাচের গ্রুপও রয়েছে। সাফল্যের সঙ্গে নৃত্যচর্চাও করেন অভিনেত্রী।
'স্বাস্থ্যবতী', এই তকমায় অনেকবার কাজ থেকে বাদও পড়তে হয়েছিল অপরাজিতাকে। 'অপুর সংসার'-এ এসে অভিনেত্রী বলেছিলেন, 'একটা সময় সিনেমায় অভিনয়ের অফারের সঙ্গে সঙ্গে অযাচিত কিছু দাবিও আসত। সেই তুলনায় তখন টেলিভিশনে কাজ অনেক স্বচ্ছ। আমি ভেবে নিয়েছিলাম, আমার অভিনয়ের মাধ্যম হবে টেলিভিশনই। কিন্তু শিবু (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) আর নন্দিতাদি (নন্দিতা রায়)-কে ধন্যবাদ, তাঁরা আমায় 'বেলাশেষে' আর 'প্রাক্তন'-এর মতো ছবিতে সুযোগ দিয়েছেন। একসময় অনেকে আমায় বলতেন, আমায় নাকি মায়ের চরিত্রে অভিনয় করতে হবে। সেখানে বুম্বাদার বিপরীতে অভিনয় করার সুযোগ যেন আমার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল।'
এবিপি লাইভের তরফ থেকে সবার প্রিয় অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।