কলকাতা: প্রতিবছর আড়ম্বর করে পুজো হয় তাঁর বাড়িতে। খাওয়া দাওয়া, অতিথি অভ্যাগতে যাতায়াত, যে এক এলাহি ব্যাপার। কিন্তু এই বছর অনেকগুলো কারণে বদলাচ্ছে সেই নিয়ম। অতিমারী পরিস্থিতিতে গত ২ বছর আড়ম্বর কমাতে হয়েছে বাধ্য হয়ে। আর এই বছর প্রিয়জন বিয়োগ হয়েছে পরিবারে। তবে কী বন্ধ থাকবে লক্ষ্মীপুজো? পুরোহিত না আসলেও নিজের হাতেই প্রতিমাকে সাজিয়ে লক্ষ্মীপুজো করবেন অপরাজিতা আঢ্য।


আজ সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সেখানে তাঁকে বলতে শোনা গেল, এই বছর তাঁদের বাড়িতে লক্ষ্মীপুজোর নিয়ম বদলেছে। সদ্য শ্বশুরমশাই মারা গিয়েছেন অভিনেত্রীর। চিরকালই একান্নবর্তী পরিবারে থেকে এসেছেন তিনি। তাই শ্বশুরমশাইয়ের মৃত্যুতে আড়ম্বর কমিয়েছেন পুজোর। তবে গত ২ বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাধ্য় হয়েই আড়ম্বর কমাতে হয়েছিল অভিনেত্রীকে। একবছর পুজোর সময় তিনি নিয়েই করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে ছিলেন।


তবে অনুরাগীদের আশ্বস্ত করে অপরাজিতা জানান, তাঁর ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সমস্ত সোশ্যাল সাইটেই দেখা যাবে তাঁর বাড়ির পুজো। আর গণমাধ্যম তো রয়েছেই। সেইসঙ্গে অভিনেত্রী বার বার অনুরাগীদের সতর্ক করেন ও করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে সাবধানে থাকতে বলেন। 



 


এরপরেই সোশ্যাল মিডিয়ায় বাড়ির সাজানো লক্ষ্মীপ্রতিমার সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই বছর তাঁর বাড়িতে পুরোহিত আসবেন না। আর তাই কোনও সংকল্প হবে না। নিজের হাতেই সমস্ত আয়োজন করবেন অপরাজিতা। তারপর নিজের মত করেই ভক্তিভরে পুজো করবেন তিনি। এই প্রথম।


আপাতত একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অপরাজিতা। মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, অলকনন্দা রায় ও সৌরসেনী মৈত্রকে। মৈনাকের আগের ছবি 'চিনি'-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে। ফের একবার মৈনাকের হাত ধরেই সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা।