নিবেদিতা বন্দ্যোপাধ্যায়: দুর্গাপুজোর মুখেই হয়েছিলেন করোনা আক্রান্ত। হয়নি দেবীদর্শন। জাঁকজমক করে করতে পারেননি লক্ষ্মীপুজোও। অবশেষে করোনা মুক্ত অপরাজিতা। কোভিড-নেগেটিভ রিপোর্ট পেয়ে যোগ দিলেন কাজে। ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন নিজেই। কাজ শুরু করলেন 'হাসিওয়ালা কোম্পানি'র শ্যুটিং দিয়ে।
এবিপি আনন্দকে অপরাজিতা জানালেন, করোনা মুক্ত হলেও শরীরে দুর্বলতা আছে। কাজ করছেন তাই খুব কম। রক্তচাপ একটু বেশিই, সঙ্গে হিমোগ্লোবিনের মাত্রা নিয়েও সতর্ক থাকতে বলেছেন চিকিতসক। "ডাক্তার বলেছেন এরপর কিছু হলে বড় বিপদ হবে, তাই একচুলও নিয়মের এদিক ওদিক নয়", বললেন অপরাজিতা। সম্পূ্র্ণ প্রোটেকশন নিয়েই করছেন শ্যুটিং।
পুজোর আগে টানা ১ মাস লাগাতার শ্যুটিং করার পর হঠাতই দুর্বল বোধ করেন অপরাজিতা আঢ্য। সামান্য জ্বর-সর্দিতে ভুগতে শুরু করেন তাঁর শাশুড়িও। তারপরই কোভিড-টেস্ট করান তাঁরায তখনই অপরাজিতা সহ পরিবারের ৪ জনের করোনা ধরা পড়ে।চিকিত্সকের পরামর্শে হোম আইসোলেশনেই ছিলেন অভিনেত্রী।