নয়াদিল্লি: সংক্রমণ বূৃদ্ধিতে করোনার চতুর্থ ঢেউ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে (Novel Coronavirus)। তার মধ্যেই সামান্য কমল দৈনিক সংক্রমণ। শনিবার দেশে নতুন করে কোভিডে (COVID-19) আক্রান্ত হয়েছিলেন ১৩ হাজার ২১৬ জন। রবিবার তা সামান্য কমে হয়েছে ১২ হাজার ৮৯৯। দেশে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ২.৮৯ শতাংশ। সক্রিয় রোগীর হার ০.১৭ শতাংশে রয়েছে। সুস্থতার হার রয়েছে ৯৮.৬২ শতাংশে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৫ জন করোনা রোগী (Daily COVID Update)।
এক সপ্তাহেই উল্লেখযোগ্য বৃদ্ধি দৈনিক সংক্রমণে
গত ২৪ ঘণ্টার সংক্রমণের পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাতে বলা হয়েছে, এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭২ হাজার ৪৭৪-এ রয়েছে। সুস্থতার হার রয়েছে ৯৮.৬২ শতাংশ। এখনও পর্যন্ত গোটা দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৬ লক্ষ ৯৯ হাজার ৩৬৩।
গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৪৬ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে গোটা দেশে এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৮৫ কোটি ৭৮ লক্ষ মানুষের। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার রয়েছে ২.৫০ শতাংশে।
আরও পড়ুন: Polio Vaccine: ফের শুরু পোলিও টিকাকরণ, কোন কোন রাজ্যে টিকা শিবির?
করোনা প্রতিরোধে গোটা দেশে ইতিমধ্যেই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। তবে আগের মতো তাতে স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে না বলে ধরে পড়েছে। সার্বিক টিকাকরণের আওতায় এখনও পর্যন্ত টিকার ১৯৬.১৪ কোটি ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
উদ্বেগ বাড়ছে করোনার চতুর্থ ঢেউ ঘিরে
দৈনিক সংক্রমণের নিরিখে এই মুহূর্তে সবথেকে এগিয়ে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৮৩ জন। মারা গিয়েছেন ২ জন রোগী। কেরলে ৩ হাজার ২৫৩ সংক্রমণ ধরা পড়েছে । মারা গিয়েছেন ৭ রোগী। রাজধানী দিল্লিতে নতুন করে ১ হাজার ৫৩৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। ৩ জন মারা গিয়েছেন গত ২৪ ঘণ্টায়। রাজস্থান এবং মধ্যপ্রদেশে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে।