২১ বছর ধরে চেষ্টা করেছি, মালাইকার সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন আরবাজ
ABP Ananda, Web Desk | 30 Oct 2018 10:17 AM (IST)
মুম্বই: ১৯ বছরের বিবাহিত জীবনে ইতি টেনে গত বছর ডিভোর্স করেছেন আরবাজ খান ও মালাইকা অরোরা। তবে ডিভোর্সের কারণ নিয়ে দুজনেই প্রকাশ্যে কখনও মুখ খোলেননি। এবার আরবাজ প্রথমবার কথা বললেন এ ব্যাপারে। এক টেলিভিশন চ্যানেলে জানালেন, ২১ বছর ধরে ওই সম্পর্ক বাঁচিয়ে রেখেছিলেন তিনি, তারপরে আর পেরে ওঠেননি। ২ নভেম্বর মুক্তি পাচ্ছে আরবাজের ছবি জ্যাক অ্যান্ড জিল। ছবির প্রমোশনের জন্য ওই চ্যানেলে গিয়েছিলেন আরবাজ। সেখানে সফল প্রেমের সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি নিজে ২১ বছর ধরে চেষ্টা করেছেন কিন্তু একটা সময় পর আর পারেননি। কিন্তু তা ঠিক আছে। বহু লোক তো এতটা সময় ধরে সম্পর্ক বাঁচানোর চেষ্টাও করে না। মালাইকার সঙ্গে ছাড়াছাড়ির পর আরবাজ এখন প্রেম করছেন জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে। শোনা যাচ্ছে, আগামী বছর বিয়ে করবেন তাঁরা। ওদিকে মালাইকাকে দেখা যাচ্ছে অর্জুন কপূরের সঙ্গে। তবে তাঁরাও এ ব্যাপারে পাকাপাকিভাবে কিছু জানাননি।